সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের হৃদযন্ত্রের অসুখের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিল ছয় বছরের বৈশালী যাদব৷ পরিচয়পত্র না থাকায় নিজের স্কুলের কার্ডটিই চিঠির সঙ্গে আটকে দেয় সে৷ পুণের বাসিন্দা, দ্বিতীয় শ্রেণির ছাত্রী বৈশালী সে চিঠির জবাবও পায় পাঁচদিনের মাথায়৷ সাহায্য আসে প্রধানমন্ত্রীর তরফে৷ অস্ত্রোপচারের পর সেরে উঠছে বৈশালী৷ হৃদযন্ত্রে ফুটো ছিল তাঁর৷ সে চিঠিতে জানায়, তার হৃদযন্ত্রে ফুটো আছে৷ দেওয়ালে সামান্য বিজ্ঞাপনের ছবি আঁকেন তাঁর বাবা ও কাকা৷ সে কাকার কাছে মানুষ৷ তাই এই অস্ত্রোপচারের বিপুল ব্যয় তার পরিবারের পক্ষে অসম্ভব৷ বৈশালীর খেলনা ও সাইকেল বিক্রি করে তার ওষুধ কেনা হয়েছে বলে সে৷ কোনও হাসপাতালই তার চিকিৎসা করবে না বলে জানায়৷
টিভিতে মোদিকে দেখে তাঁকে চিঠি লেখার কথা ভাবে বৈশালী৷ চিঠি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠি আসে পুণের প্রশাসনের কাছে৷ এর পরই একটি বেসরকারি হাসপাতালে বিনা খরচায় মেয়েটির অস্ত্রোপচার হয়৷ কোনও ঠিকানা না থাকায় স্কুলের পরিচয়পত্র দেখেই বৈশালীর স্কুল প্রদান্যা শিশু বিহারে যোগাযোগ করা হয়৷ সেখান থেকে খোঁজ মেলে বৈশালীর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.