Advertisement
Advertisement

Breaking News

গুজরাট

পূর্বাভাস ছাড়াই প্রবল বৃষ্টি, প্লাবিত গুজরাটে মৃত অন্তত ৬

আপাতত বন্ধ বিমানবন্দর, ব্যাহত রেল পরিষেবা৷

Vadodara city and nearby areas in Gujarat were pounded by heavy rains
Published by: Sayani Sen
  • Posted:August 1, 2019 2:09 pm
  • Updated:August 1, 2019 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও পূর্বাভাস ছিল না৷ তা সত্বেও বুধবার সকাল থেকে আচমকাই গুজরাটের ভাদোদরায় বৃষ্টি শুরু হল৷ পরিস্থিতি বুঝে ওঠার আগেই বৃষ্টি ও বজ্রপাতে ঘটছে প্রাণহানি৷ এখনও পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ আবহাওয়া খারাপ থাকায় বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর৷ ব্যাহত রেল পরিষেবাও৷

[আরও পড়ুন: ‘গরিব তাই সহ্য করতে হবে’, বিতর্কে মনখারাপ জোম্যাটোর ডেলিভারি বয় ফৈয়াজের]

বুধবার সকাল থেকে আচমকাই গুজরাটের ভাদোদরার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়৷ প্রায় ১২ ঘণ্টা ধরে একটানা চলে বৃষ্টি৷ হাওয়া অফিস সূত্রে খবর, রাত আটটা পর্যন্ত কমপক্ষে ৪৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ গুজরাটের বিভিন্ন অংশে বৃহস্পতিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে৷ অনবরত বৃষ্টিতে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভাদোদরায়৷ আপাতত আবহাওয়ার উন্নতির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়া উপকূল দিয়ে ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। নিরাপত্তার স্বার্থে মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ গত কয়েকবছরে একটানা বারো ঘণ্টা ধরে বৃষ্টি হয়েছে কি না, তা মনে করতে পারছেন না আবহাওয়াবিদরা৷

Advertisement

[আরও পড়ুন: উন্নাও মামলায় দৃষ্টান্তমূলক নির্দেশ সুপ্রিম কোর্টের, আজই তলব সিবিআইকে]

বন্যা পরিস্থিতি প্রভাব ফেলেছে জনজীবনে৷ ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুল-কলেজ৷ বিমানবন্দরেও বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে৷ রেললাইনে জল জমে যাওয়ার ফলে অধিকাংশ ট্রেন ধীরগতিতে চলছে৷ বেশ কয়েকটি ট্রেন বাতিলও করে দেওয়া হয়েছে৷ আবারও কবে পরিষেবা স্বাভাবিক হবে, সে বিষয়েও এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে৷ যদিও সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আরজি জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি৷তাঁর আশ্বাস, প্রশাসন সতর্ক রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীও প্রস্তুত বলেই জানিয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement