সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও পূর্বাভাস ছিল না৷ তা সত্বেও বুধবার সকাল থেকে আচমকাই গুজরাটের ভাদোদরায় বৃষ্টি শুরু হল৷ পরিস্থিতি বুঝে ওঠার আগেই বৃষ্টি ও বজ্রপাতে ঘটছে প্রাণহানি৷ এখনও পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ আবহাওয়া খারাপ থাকায় বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর৷ ব্যাহত রেল পরিষেবাও৷
বুধবার সকাল থেকে আচমকাই গুজরাটের ভাদোদরার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়৷ প্রায় ১২ ঘণ্টা ধরে একটানা চলে বৃষ্টি৷ হাওয়া অফিস সূত্রে খবর, রাত আটটা পর্যন্ত কমপক্ষে ৪৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ গুজরাটের বিভিন্ন অংশে বৃহস্পতিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে৷ অনবরত বৃষ্টিতে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভাদোদরায়৷ আপাতত আবহাওয়ার উন্নতির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়া উপকূল দিয়ে ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। নিরাপত্তার স্বার্থে মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ গত কয়েকবছরে একটানা বারো ঘণ্টা ধরে বৃষ্টি হয়েছে কি না, তা মনে করতে পারছেন না আবহাওয়াবিদরা৷
বন্যা পরিস্থিতি প্রভাব ফেলেছে জনজীবনে৷ ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুল-কলেজ৷ বিমানবন্দরেও বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে৷ রেললাইনে জল জমে যাওয়ার ফলে অধিকাংশ ট্রেন ধীরগতিতে চলছে৷ বেশ কয়েকটি ট্রেন বাতিলও করে দেওয়া হয়েছে৷ আবারও কবে পরিষেবা স্বাভাবিক হবে, সে বিষয়েও এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে৷ যদিও সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আরজি জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি৷তাঁর আশ্বাস, প্রশাসন সতর্ক রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীও প্রস্তুত বলেই জানিয়েছেন তিনি৷
Gujarat: Heavy rains lead to flash floods in Vadodara. Chief Minister Vijay Rupani held a high-level meeting, yesterday, to review torrential rain situation in the city & deputed 2 IAS officers to provide guidance to local administration. pic.twitter.com/XhCKd8NkH6
— ANI (@ANI) August 1, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.