সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রে বিজেপির বদলে কোনও পরিবারতান্ত্রিক দল থাকলে করোনার ভ্যাকসিনও কিনতে হত। উত্তরপ্রদেশে ভোটপ্রকাশে গিয়ে ভ্যাকসিনের নামে ভোট চাওয়া শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
Prime Minister Narenda Modi addressing a public rally in Saharanpur for #UttarPradeshAssemblyelections2022
Voting for the first phase of state assembly elections on 58 seats underway; 623 candidates in fray. pic.twitter.com/JMxfBBY7kl
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
করোনার ভ্যাকসিন নিয়ে রাজনীতি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে নতুন নয়। করোনা ভ্যাকসিনের (Corona Vaccine) সার্টিফিকেটে মোদির ছবি দেওয়া নিয়ে হোক, বা দেশজুড়ে বিনামূল্যে ভ্যাকসিনের প্রচার চালানো। টিকা নিয়ে বারবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তাতে ভ্রূক্ষেপ না করে উত্তরপ্রদেশের ভোটপ্রচারে গিয়ে সরাসরি ভ্যাকসিন প্রসঙ্গ তুলে ফেললেন মোদি। বললেন,”আজ যদি ঘর-পরিবারবাদী দলগুলি যদি ক্ষমতায় থাকত তাহলে ভ্যাকসিন এমনভাবে বিক্রি হত, যে আপনারা জীবন মৃত্যুর খেলা খেলতে বাধ্য হতেন।” মোদির সাফ কথা, “মানুষ ঠিক করে নিয়েছে যারা উত্তরপ্রদেশকে ভীতিহীন রাখবে, মহিলাদের জন্য সুরক্ষিত রাখবে, অপরাধীদের জেলে ঢোকাবে, তাঁদেরই ভোট দেবে।”
যদিও মোদির এই টিকার নামে ভোট চাওয়াটা ভাল চোখে দেখছে না বিরোধীরা। ঘটনাচক্রে বৃহস্পতিবারই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভ্যাকসিন সার্টিফিকেটে মোদির ছবি থাকা নিয়ে সরব হয়েছেন। এদিন মমতা কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন তোলেন, “টাকাটা কার? টাকা তো জনগণের। রাজ্যের টাকাই তো রাজ্যকে দিচ্ছেন। নিজের ছবি লাগিয়ে ইঞ্জেকশন দিচ্ছেন। মারা গেলে আপনার ছবি লাগিয়ে সৎকারে যেতে হচ্ছে মানুষকে।”
প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউ আসার পর এই প্রথমবার সশরীরে কোনও জনসভায় যোগ দিলেন মোদি। সাহারানপুরের সভা থেকে তাৎপর্যপূর্ণভাবে মুসলিম মহিলাদের কাছে টানার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। এদিনের সভায় প্রধানমন্ত্রী দাবি করেন, “বিজেপি (BJP) মুসলিম মহিলাদের তিন তালাকের অত্যাচার থেকে মুক্তি দিয়েছে। আমরা মুসলিম বোনেদের অগ্রগতির কথা ভাবি। মুসলিম মহিলারা আমাদেরই পাশে থাকবেন। কিছু মানুষ মুসলিম মহিলাদের উসকানি দিচ্ছে। ওঁরা চায় না, মুসলিমদের অগ্রগতি হোক।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.