Advertisement
Advertisement

প্রাণনাশের হুমকি দিয়ে দিনের পর দিন বোনকে ধর্ষণ দুই দাদার

অপরাধ কবুল ধৃতদের৷

Uttarpradesh: 2 brother gangrape minor sister
Published by: Sayani Sen
  • Posted:October 18, 2018 12:59 pm
  • Updated:October 18, 2018 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে ততই বাড়ছে ধর্ষণের মতো ঘটনা৷ বারবারই লালসার শিকার হয় ওই নাবালিকা৷ এমনকী শিশুরাও পাশবিক অত্যাচার থেকে রেহাই পায় না৷ এবার নিজের দুই দাদার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ তুলল নাবালিকা বোন৷ ঘটনা উত্তরপ্রদেশের মিরাটের৷

[সবরীমালায় মহিলা প্রবেশের প্রতিবাদ, কেরল জুড়ে ১২ ঘণ্টা বনধ ভক্তদের]

দুই দাদা ও মায়ের সঙ্গেই বাড়িতে থাকত ওই নাবালিকা৷ অভিযোগ, টানা চার বছর ধরে বোনকে ধর্ষণ করে দুজনে৷ এমনকী ঘটনা জানাজানি হলে প্রাণনাশেরও হুমকি দেয় তারা৷ তাদের ভয়েই বছরের পর বছর মুখ খোলেনি ওই নাবালিকা৷ দাদাদের কুকীর্তির প্রতিবাদ করলে বোনকে তারা মারধর করত বলেও অভিযোগ৷ শুধু তাই নয়, ঘটনা জানাজানি হলে মাকে খুনের হুমকি দেয় গুণধরেরা৷ তাই বাধ্য হয়েই কোনও প্রতিবাদ করেনি নাবালিকা৷ দাদাদের অত্যাচারে ক্রমশই অসুস্থ হয়ে পড়ে নিগৃহীতা৷ থানার কাছাকাছি বাড়ি হওয়ার সুবাদে পুলিশকর্মীদের সঙ্গে আলাপ ছিল তার৷ দিনকয়েক আগে অসুস্থতা নিয়ে ওই নাবালিকার সঙ্গে কথা বলতে যান এক পুলিশ আধিকারিক৷ তখনই কান্নায় ভেঙে পড়ে সে৷ পুলিশকে গোটা ঘটনাই জানায় নাবালিকা৷ দাদাদের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগও দায়ের করেন নিগৃহীতা৷ নাবালিকার ওই দুই দাদার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়৷ নাবালিকার অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ গ্রেপ্তারির সময় নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেয় দুজনেই৷ পরে যদিও একটানা জেরায় তদন্তকারী আধিকারিকদের কাছে ভেঙে পড়ে তারা৷ বোনের উপর দিনের পর দিন, বছরের পর বছর ধরে চালিয়ে যাওয়া অত্যাচারের কথা স্বীকার করে নেয় দুজনেই৷

Advertisement

[ইস্তফা দিলেন যৌন হেনস্তায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর]

এর আগে, কাকরোলি গ্রামে বছর চব্বিশের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে৷ অভিযোগ, ঘুমন্ত অবস্থাতে এক প্রতিবেশী তাঁকে বাড়ির পাশের জঙ্গলে তুলে নিয়ে যায়৷ বন্দুক দেখিয়ে ধর্ষণও করা হয় তরুণীকে৷ ধর্ষণের কথা জানাজানি হলে খুনেরও হুমকি দেয় অভিযুক্ত৷ পরে যদিও থানার দ্বারস্থ হন নির্যাতিতা৷ তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement