Advertisement
Advertisement

Breaking News

Dehradun protest

নিয়োগ দুর্নীতির আঁচ এবার BJP শাসিত উত্তরাখণ্ডে, বিক্ষোভ ঠেকাতে দেরাদুনে জারি কারফিউ

পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছেন প্রতিবাদীরা।

Uttarakhand police lathicharges on protester on recruitment scam, imposed curfew | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 10, 2023 1:31 pm
  • Updated:February 10, 2023 1:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের নিয়োগে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের থামাতে কারফিউ জারি করল উত্তরাখণ্ড (Uttrakhand) পুলিশ। বৃহস্পতিবার থেকেই প্রতিবাদীদের বিক্ষোভে পাথর ছোঁড়া, লাঠিচার্জ করছে পুলিশ। শুক্রবার থেকে বিক্ষোভ ঠেকাতে মরিয়া ছিল প্রশাসন। সেই জন্যই দেরাদুনের (Dehradun) প্যারেড গ্রাউণ্ডের তিনশো মিটার পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি করেছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস (Congress)।

পুলিশ, ক্লার্ক-সহ একাধিক ক্ষেত্রে নিয়োগের সময়ে বড়সড় দুর্নীতি হয়েছে, এই দাবিতে বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দেরাদুন। বিশাল সংখ্যক চাকরিপ্রার্থী একজোট হয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। বিক্ষোভ থামাতে আক্রমণাত্মক ভূমিকা নেয় পুলিশ। প্রতিবাদীদের দিকে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গুরুতর আহত হন প্রতিবাদীদের অনেকেই। তাদের পালটা আক্রমণে পুলিশকর্মীরাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: শঙ্খ বাজিয়ে জামাইকে বরণ, স্মৃতি ইরানির মেয়ের বিয়েতে রাজকীয় আয়োজন, দেখুন ছবি]

রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস প্রথম থেকেই প্রতিবাদীদের সমর্থন করেছে। নিয়োগ দুর্নীতির তদন্ত করুক সিবিআই, আগে থেকেই এমন দাবি করেছিল কংগ্রেস। বৃহস্পতিবার পুলিশের আচরণের তীব্র প্রতিবাদ করে দলের তরফে বলা হয়েছে, ন্যায্য দাবি জানানোর কারণে পুলিশি বর্বরতা মেনে নেওয়া যায় না। প্রতিবাদীদের সমর্থনে শুক্রবার রাজ্যের সমস্ত দলীয় হেড কোয়ার্টারে কর্মসূচির পরিকল্পনাও রয়েছে কংগ্রেসের।

উত্তরাখণ্ডের স্টেট স্টাফ সিলেকশন কমিটির একাধিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। তারপর আগস্ট মাসেই সমস্ত পরীক্ষার ফলাফল বাতিল করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। বৃহস্পতিবার বিক্ষোভ শুরু হওয়ার পর তিনি বলেন, “এই ঘটনার বিশদ তদন্ত চলছে। ইতিমধ্যেই ২০ জনকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।” 

[আরও পড়ুন: দেশের মধ্যে প্রথমবার, জম্মু ও কাশ্মীরে মিলল লিথিয়াম খনির সন্ধান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement