Advertisement
Advertisement
Horse

কেদারনাথে ঘোড়াকে গাঁজা খাওয়াল দুই যুবক! ভিডিও ভাইরাল হতেই মামলা দায়ের

অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সরব বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডনও।

Uttarakhand Police File Case After Video Of Horse Being Forced To Smoke On Kedarnath Trek Goes Viral | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 25, 2023 7:16 pm
  • Updated:June 25, 2023 7:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবলা প্রাণীর উপর অত্যাচার, অমানবিকতার চরম। ভাইরাল ভিডিও দেখে এমনটাই বলছেন ‘পশুপ্রেমী’ থেকে শুরু করে সাধারণ নাগরিক। কেদারনাথে (Kedarnath) ঘোড়াকে জোর করে গাঁজা খাওয়ানোর অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় এফআইআর দায়ের করেছে উত্তরাখণ্ড (Uttarakhand) পুলিশ। যদিও এখনও পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।

ভিডিওটি দুদিনের পুরনো। সেখানেই দেখা গিয়েছে, দুই যুবক একটি ঘোড়াকে জোর করে গাঁজা খাওয়াচ্ছেন। ঘোড়ার মুখে গাঁজা ভরা সিগারেট ঢুকিয়ে প্রাণীটির মুখ চেপে ধরা হয়। ঘোড়া কষ্ট পেলেও হেলদোল ছিল না দুই যুবকের। তাঁরা এই কাজ বেশ কিছুক্ষণ ধরে চালায়। ঘটনার ভিডিও করা হয়। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। যা দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পশুপ্রেমী থেকে সাধারণ নাগরিক। দুই যুবককে গ্রেপ্তারির দাবি ওঠে।

Advertisement

[আরও পড়ুন: ‘জেলে ভয়ংকর যন্ত্রণা’, সঞ্জয় দত্তের দুর্বিষহ অভিজ্ঞতা শুনে কেঁদে ফেললেন অভিষেক-অজয়রা]

এই ঘটনায় সরব হন বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডনও। ভিডিওটি টুইট করে দুই যুবকের গ্রেপ্তারির দাবি জানান তিনি। পাশাপাশি নেটিজেনদের শোরগোলে টনক নড়ে পুলিশের। এফআইআর দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। রুদ্রপ্রয়াগ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘোড়ার মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। পশুর প্রতি নিষ্ঠুরতা আইনে ১৪টি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুত গ্রেপ্তার করা হবে অভিযুক্তদের।

[আরও পড়ুন: মাত্র কয়েক ঘণ্টার জন্য, ১০ বছর পর বাড়ি ফিরলেন সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement