Advertisement
Advertisement

বন্যাত্রাণ তহবিল থেকে কোহলিকে টাকা, বিতর্কে উত্তরাখণ্ড সরকার

কেন এমন অভিযোগ?

Uttarakhand govt paid Virat Kohli Rs 47 lakhs from flood relief fund!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 25, 2017 10:09 am
  • Updated:February 25, 2017 10:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর আগেই বিতর্কে উত্তরাখণ্ডের হরিশ রাওয়াত সরকার। সেই সঙ্গে এই বিতর্কে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির নামও। কয়েকদিন আগেই বিজেপির এক কর্মী তথা সমাজসেবী অজেন্দ্র অজয় আরটিআই করে জানতে পারেন, বিরাট কোহলিকে রাজ্যের পর্যটন বিভাগের প্রচারের জন্য তৈরি একটি ভিডিওতে এক মিনিট অভিনয় করার জন্য ৪৭ লক্ষ ১৯ হাজার টাকা দেওয়া হয়েছিল। তাও আবার উত্তরাখণ্ডে ২০১৩ সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যাত্রাণের তহবিল থেকেই মেটানো হয়েছিল পুরো টাকাটি। ওই সময় উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন তিনি।

বিমানবন্দরে হেনস্তার শিকার মহম্মদ আলির ছেলে, জানতে চাওয়া হল ধর্ম

অজয় বলেন, ‘আরটিআই করে জানা গিয়েছে, উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের কাছ থেকে ইমেল মারফত অনুমতি পাওয়ার পরেই কোহলিকে ওই টাকাটি দিয়েছে রুদ্রপ্রয়াগ জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন হল তাঁরা কেন কোহলিকে টাকা দিতে যাবেন? তাছাড়া রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসডরেরই বা কী প্রয়োজন? এর জন্য রাজ্যের কী উন্নয়ন হবে? টাকা নষ্ট ছাড়া এসব আর কিছুই নয়।’ আরটিআই থেকে জানা গিয়েছে, গায়ক কৈলাস খেরের সংস্থার মাধ্যমেই ২০১৫ সালের জুন মাসে বিরাট কোহলিকে ওই টাকা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে অজয় আরও বলেন, ‘কেদার ভ্যালিতে বন্যায় ১২টি ব্রিজ ভেঙে যায়। কিন্তু এখনও পর্যন্ত কেবল ২টি ব্রিজেরই পুনঃনির্মাণ করা হয়েছে। বাকিগুলি ঠিক না করায় সাধারণ মানুষ বিপদের মধ্যে দিয়ে পারাপার করছেন। অথচ সরকারের সেদিকে কোনও ভ্রূক্ষেপ নেই।’

Advertisement

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন নৌসেনা আধিকারিক

এছাড়া গত বছর অক্টোবরে কেদারনাথের ওপর একটি ধারাবাহিক তৈরির জন্য কৈলাস খেরের সংস্থাকে ৩ কোটি ৬৬ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় বন্যাত্রাণ তহবিল থেকেই সেই টাকাটি দেওয়া হয়েছিল। যদিও বিরাটের এজেন্ট বান্টি সচদেও পুরো ব্যাপারটি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমাদের সঙ্গে কোনও আর্থিক লেনদেনই হয়নি।’ মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা সুরেন্দ্র কুমার বলেন, ‘পর্যটন একটি রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। তাই এতে ভুল কিছু নেই। সবকিছু নিয়মমাফিক হয়েছে। এই ধরনের সমস্ত অভিযোগ মিথ্যে। সবাই জানে কেদারনাথের উন্নয়নই এই সরকারের মূল লক্ষ্য। নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই বিজেপি এই ধরনের কথা বলছে।’ কিন্তু বিরাটের এজেন্টের টাকা নেওয়ার কথা অস্বীকার করার প্রসঙ্গে কুমার বলেন, ‘আমরা গোটা ব্যাপারটিই খতিয়ে দেখছি। আসলে পুরো অভিযোগটিই বিজেপির করা। কোহলির এজেন্ট জানিয়ে থাকেন কোনও টাকা তাঁরা পাননি, আমরা সেটাও খতিয়ে দেখব।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement