সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতবর্ষে রাজনীতি যেন পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে৷ প্রজন্মের পর প্রজন্ম একই পেশায় নাম লেখাচ্ছে৷ কিন্তু এই পথের পথিক হননি ডা: শ্রেয়সী নিশাঙ্ক৷ মিথ ভেঙে দিয়েছেন তিনি৷ বাবা রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ছিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ কিন্তু রাজনীতিকের মেয়ে হয়েও, রাজনীতিতে নাম লেখাননি শ্রেয়সী৷ বরং দেশসেবার লক্ষ্যে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তিনি৷ ছক বাঁধা জীবনের বাইরে বেরিয়ে ভারতীয় সেনার মেডিক্যাল সার্ভিসে যোগ দিয়েছেন শ্রেয়সী নিশাঙ্ক৷
[রথযাত্রা মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল বিজেপি]
মেয়ের এই সাফল্যে স্বভাবতই গর্বিত প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ টুইট বার্তায় তিনি লেখেন, ‘‘আমার মেয়ে উত্তরাখণ্ডের পরম্পরা ও ঐতিহ্যকে বজায় রেখেছে এবং ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছে। মেয়ের এই কৃতিত্বে আমি গর্বিত। জীবন গড়তে আমি দেশের সমস্ত মেয়েদেরই সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি৷ দেশের সেবা করতে চাইলে, সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টিকে তাঁরাও যেন বিবেচনা করে দেখেন৷ এই পথেই তাঁরা দেশের গর্ব হয়ে উঠতে পারেন৷” তিনি আরও বলেন, “প্রত্যেক বছরই উত্তরাখণ্ড থেকে অনেক সংখ্যক ছেলে-মেয়ে সেনাবাহিনীতে যোগ দেন। অন্যান্য অভিভাবকদের মতো, আমিও গর্বিত যে আমার মেয়েও সেনায় যোগ দিতে পেরেছে।”
[পুলিশি ঘেরাটোপের মধ্যেও সবরীমালায় ঢুকতে পারলেন না মহিলারা]
বিজেপি নেতা রমেশ পোখরিয়াল বর্তমানে হরিদ্বারের সাংসদ৷ এর আগে ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি।
मित्रों आज का दिन मेरे लिए अत्यंत गौरवशाली है क्योंकि आज बेटी श्रेयशी निशंक ने विधिवत सेना में आर्मी मेडिकल सर्विसेज के MOBC 224 कोर्स को सफलता पूर्वक पूरा कर लिया है । उत्तराखण्ड वीर भूमि रही है, जहां हर परिवार से औसतन एक व्यक्ति सेना में भर्ती होकर देश की रक्षा करता है । pic.twitter.com/PjbOngqdft
— Dr.Ramesh Pokhriyal (@DrRPNishank) December 22, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.