Advertisement
Advertisement

Breaking News

সেনায় যোগ দিল মেয়ে, গর্বে চোখে জল প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কুর্নিশ।

 Uttarakhand Former CM Pokhriyal’s daughter in Army
Published by: Tanujit Das
  • Posted:December 24, 2018 7:12 pm
  • Updated:December 24, 2018 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতবর্ষে রাজনীতি যেন পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে৷ প্রজন্মের পর প্রজন্ম একই পেশায় নাম লেখাচ্ছে৷ কিন্তু এই পথের পথিক হননি ডা: শ্রেয়সী নিশাঙ্ক৷ মিথ ভেঙে দিয়েছেন তিনি৷ বাবা রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ছিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ কিন্তু রাজনীতিকের মেয়ে হয়েও, রাজনীতিতে নাম লেখাননি শ্রেয়সী৷ বরং দেশসেবার লক্ষ্যে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তিনি৷ ছক বাঁধা জীবনের বাইরে বেরিয়ে ভারতীয় সেনার মেডিক্যাল সার্ভিসে যোগ দিয়েছেন শ্রেয়সী নিশাঙ্ক৷

[রথযাত্রা মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল বিজেপি]

Advertisement

মেয়ের এই সাফল্যে স্বভাবতই গর্বিত প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ টুইট বার্তায় তিনি লেখেন, ‘‘আমার মেয়ে উত্তরাখণ্ডের পরম্পরা ও ঐতিহ্যকে বজায় রেখেছে এবং ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছে। মেয়ের এই কৃতিত্বে আমি গর্বিত। জীবন গড়তে আমি দেশের সমস্ত মেয়েদেরই সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি৷ দেশের সেবা করতে চাইলে, সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টিকে তাঁরাও যেন বিবেচনা করে দেখেন৷ এই পথেই তাঁরা দেশের গর্ব হয়ে উঠতে পারেন৷” তিনি আরও বলেন, “প্রত্যেক বছরই উত্তরাখণ্ড থেকে অনেক সংখ্যক ছেলে-মেয়ে সেনাবাহিনীতে যোগ দেন। অন্যান্য অভিভাবকদের মতো, আমিও গর্বিত যে আমার মেয়েও সেনায় যোগ দিতে পেরেছে।”

[পুলিশি ঘেরাটোপের মধ্যেও সবরীমালায় ঢুকতে পারলেন না মহিলারা]

বিজেপি নেতা রমেশ পোখরিয়াল বর্তমানে হরিদ্বারের সাংসদ৷ এর আগে ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement