সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেরঙ্গাকে অবমাননা করার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। উত্তরাখণ্ডের (Uttarakhand) গেরুয়া নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ, ফুলে সাজানো তেরঙ্গার উপরে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁদের। অভিযোগ তুলেছে রাজ্যের কংগ্রেস (Congress) নেতৃত্ব।
ঠিক কী অভিযোগ বিজেপির বিরুদ্ধে? কংগ্রেসের অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে বিজেপির সদর দপ্তরে ‘বুথ সশক্তিকরণ অভিযান’ উপলক্ষে একটি কর্মসূচি ছিল। সেখানেই দেখা যায় ওই দৃশ্য। মাটিতে সাজানো তেরঙ্গার উপরে দাঁড়িয়ে রয়েছেন এক বিজেপি কর্মী।
উত্তরাখণ্ডের কংগ্রেসের রাজ্য সভাপতি করণ মাহারার কথায়, ”বিজেপি নেতারা ক্ষমতায় এমনই মত্ত যে এখন আর তেরঙ্গার অপমান করতেও বাঁধছে না। যে তেরঙ্গা দেশের গৌরব।”
পরে বিজেপির রাজ্য সভাপতি মহেন্দ্র ভাট, রাজ্যসভার সাংসদ কল্পনা সাইনি ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দুষ্মন্ত কুমারকে কটাক্ষ করে তিনি বলেন, ”এই কাণ্ডের জন্য দেশ ও রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।” সেই তাঁর আরও অভিযোগ, ”একদিকে একটি ছবিতে গেরুয়া পোশাক পরে দেশের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিজেপের নেতারা তেরঙ্গার উপরে দাঁড়িয়ে জাতীয় পতাকার অবমাননা করছেন।” তাঁর অভিযোগ, যাঁরা ওই কাজ করেছেন, তাঁরা সকলেই রাজ্যসভার সাংসদ কিংবা দলের বর্ষীয়ান সদস্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.