Advertisement
Advertisement
Uttarakhand Civil Code

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া প্রস্তুত! অমিত শাহর নয়া পদক্ষেপে জল্পনা

বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি আইন আনতে পারে কেন্দ্র।

Uttarakhand Civil Code Draft is likely to be the template for the Centre's ambitious Uniform Civil Code | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 4, 2023 2:23 pm
  • Updated:July 4, 2023 2:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধির (Uniform Civil Code) খসড়াই কেন্দ্রীয় স্তরে অভিন্ন দেওয়ানি বিধির খসড়ার মূল ভিত্তি হতে পারে। এমনটাই জল্পনা দিল্লির রাজনীতিতে। সোমবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সঙ্গে দেখা করেছেন। শোনা যাচ্ছে, সেই বৈঠকে UCC নিয়েই আলোচনা হয়েছে।

আসলে উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের আগে সেরাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি (BJP)। সেইমতো প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া প্রস্তুত করে ফেলেছে উত্তরাখণ্ড সরকারের বিশেষজ্ঞ কমিটি। শীঘ্রই সেই খসড়া উত্তরাখণ্ড সরকারের হাতে তুলে দেওয়া হবে। শোনা যাচ্ছে, ওই খসড়ার উপর ভিত্তি করেই কেন্দ্রীয় স্তরের অভিন্ন দেওয়ানি বিধির খসড়াও তৈরি হবে। জাতীয় স্তরে প্রয়োজনের স্বার্থে সামান্য কিছু রদবদল হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: তালিকায় নাম থাকা সত্ত্বেও বিশেষ কারণে কাটোয়ার প্রচারে যাচ্ছেন না সায়নী]

ওই খসড়া নিয়ে আলোচনা করতেই জরুরি ভিত্তিতে সোমবার রাতে ধামীর (Puskar Singh Dhami) সঙ্গে জরুরি বৈঠকে বসেন শাহ। এমনকী ওই বৈঠকে নাকি কর্ণাটক সরকারের গড়া বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাই-ও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গেও আলোচনা করেছেন ধামী। তারপরই জল্পনা ছড়িয়েছে যে, উত্তরাখণ্ডের খসড়ায় কেন্দ্রীয় স্তরের খসড়া হতে চলেছে।

[আরও পড়ুন: ‘করমণ্ডলের ধাঁচে আবার দুর্ঘটনা ঘটবে’, হুমকি দিয়ে চিঠি রেলের দপ্তরে]

উল্লেখ্য সংসদের বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চায় কেন্দ্র। বিরোধীরা ইতিমধ্যেই তেড়েফুঁড়ে কেন্দ্রের উদ্যোগের বিরোধিতা করছেন। তবে সব বিরোধিতা উড়িয়ে UCC যে আসবেই, সেটাও একপ্রকার নিশ্চিত। বিজেপির (BJP) বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের (Constitution of India) মূল ভাবধারা বজায় থাকবে। ‘একটি রাষ্ট্রে দুই প্রধান, দুই নিশান ও দুই বিধান থাকতে পারে না।’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাক্যবন্ধ বিজেপির নীতি নির্ধারণে স্পষ্ট।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement