Advertisement
Advertisement

Breaking News

নেটদুনিয়ায় ভাইরাল মহিলাকে গণধর্ষণের ভিডিও, যোগীর রাজ্যে চাঞ্চল্য

অভিযুক্তদের ফাঁসির সাজা চাইছে পরিবার।

Uttar Pradesh: Woman gang-raped, tormentors upload video

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 30, 2018 3:39 pm
  • Updated:April 30, 2018 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু গণধর্ষণই নয়, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হল। রবিবার পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার।

দেশ জুড়ে ধর্ষণের বিরুদ্ধে সরব হয়েছেন সাধারণ মানুষ। কাঠুয়া-উন্নাও কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য চলছে লাগাতার প্রতিবাদ। এমনকী নাবালিকা ধর্ষণের শাস্তিতেও এসেছে বড়সড় পরিবর্তন। কিন্তু কোনও কিছুই যেন গায়ে মাখছে না সমাজের কিছু মানুষ। নিজেদের লালসা চরিতার্থ করার থেকে এখনও পিছপা হচ্ছে না তারা। মহিলাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা চলছেই। ফের যোগীর রাজ্য উত্তরপ্রদেশেই ঘটল নক্ক্যারজনক ঘটনা। বিহারে এক নাবালিকাকে সাত-আটজন ব্যক্তি মিলে শ্লীলতাহানি করার ভিডিও নিয়ে এখন দেশ জুড়ে সাড়া পড়ে গিয়েছে। আরও একধাপ এগিয়ে কনৌজের এই ঘটনা। গণধর্ষণের ভিডিওই ফাঁস করে দেওয়া হয়েছে প্রকাশ্যে। পুলিশ জানিয়েছে, গত ২৪ এপ্রিল মহিলার বাড়ির কাছেই ঘটে ঘটনাটি। কুয়ো থেকে জল আনতে গিয়েছিলেন তিনি। তখনই তালিব এবং সলমন নামে দুই অভিযুক্ত গণধর্ষণ করে তাঁকে। গোটা ঘটনাটি তারাই ভিডিও করে। লোকলজ্জার ভয়ে প্রথম ক’দিন বাড়ির লোকজনকে কিছু জানাননি নির্যাতিতা। এই ঘটনায় সমাজে তাঁর পরিবারের সম্মান ক্ষুণ্ণ হবে বলেও গোটা বিষয়টা চেপে গিয়েছিলেন। কিন্তু তাতেও লাভ হল না। দিন কয়েক পরই গণধর্ষণের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়।

Advertisement

[ন’বছরে একবারও হয়নি সঙ্গম, বিয়ে বাতিল করল আদালত]

সেই ভিডিও দেখেই মেয়ের উপর হওয়া নির্যাতনের কথা জানতে পারে পরিবার। তখনই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। তবে এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। তাদের খুঁজে বের করতে চলছে তদন্ত। নির্যাতিতার পরিবারের দাবি, গণধর্ষণের অভিযুক্তরাই ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল করেছে। নির্যাতিতার বোন সাফ জানিয়ে দিয়েছেন, অভিযুক্তদের যদি ফাঁসির সাজা না দেওয়া হয় তাহলে গোটা পরিবার আত্মহননের পথ বেছে নেবে।

[মুম্বইয়ের হাসপাতালে কোমায় আচ্ছন্ন রোগীর চোখ খুবলে নিল ইঁদুর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement