Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

সহ্য হয় না সৎ ছেলেকে, খুন করে দেহ ট্যাঙ্কে লুকিয়ে রাখল মহিলা!

পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।

Uttar Pradesh woman allegedly kills stepson, hides body in sewer tank। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:October 18, 2023 9:17 am
  • Updated:October 18, 2023 9:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৎ ছেলেকে খুন করে দেহ সেপ্টিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। এমনই ভয়ংকর ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।

গত রবিবার, ১৫ অক্টোবর থেকে খোঁজ মিলছিল না ১১ বছরের শাদাবের। সোমবার পুলিশে নিখোঁজ ডায়রি করা হয়। তদন্তে নেমে সিসিটিভি খতিয়ে দেখেন তদন্তকারীরা। দেখা যায়, রবিবার সন্ধ্যায় ছেলেটি বাড়ি থেকেই বেরোয়নি। এরপরই সন্দেহ ঘনায় বাড়ির লোকদের প্রতি।

Advertisement

[আরও পডুন: ‘ওই দেখো হাতি হাঁটছে!’ ফ্যাশন শোয়ে বিপাশাকে দেখে কটাক্ষ নেটিজেনদের]

পুলিশ শাদাবের বাড়িতে তল্লাশি চালায়। এর পরই সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় বালকটির দেহ। বাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্ত মহিলা রেখা নিজের অপরাধের কথা স্বীকার করে নেন। জানিয়ে দেন, এটা পূর্বপরিকল্পিত খুন। শাদাব রবিবার বিকেলে খেলে ফেরার পরই তাকে খুন করেছেন তিনি। কিন্তু কেন এমন কাজ করলেন তিনি? রেখা জানাচ্ছেন স্বামীর প্রথমপক্ষের স্ত্রীর সন্তান শাদাবকে তিনি একেবারেই সহ্য করতে পারতেন না। তাই বান্ধবী পুনমের সাহায্যে তাকে খুন (Murder) করে অপহরণের গল্প ফাঁদতে চেয়েছিলেন। পুলিশ পুনমকেও গ্রেপ্তার করেছে।

[আরও পডুন: টানাপোড়েনে ইতি, বিধায়কদের বেতনবৃদ্ধির বিলে ছাড়পত্র দিলেন রাজ্যপাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement