Advertisement
Advertisement

স্বাধীনতা দিবসে বলতে হবে ‘ভারত মাতা কি জয়’, নিদান শিয়া ওয়াকফ বোর্ডের

অমান্য করলেই ঝুলছে শাস্তির খাঁড়া৷

 Uttar Pradesh Shia Waqf Board mandated reciting Bharat Mata Ki Jai slogan during the Independence Day
Published by: Tanujit Das
  • Posted:August 12, 2018 9:58 am
  • Updated:August 12, 2018 9:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন বাধ্যতামূলক ভাবে বলতেই হবে ‘ভারত মাতা কি জয়’৷ নাহলে মিলবে কঠোর শাস্তি৷ এমনই নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ড৷ সংগঠনের চেয়ারম্যান ওয়াসিম রিজভি জানান, স্বাধীনতা দিবসের দিন শিয়া সম্প্রদায়ের প্রত্যেক মানুষকে এই স্লোগান উচ্চারণ করতেই হবে৷ যদি কেউ এই নির্দেশ অমান্য করেন তবে, তাঁর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেবেন ওয়াকফ বোর্ডের সদস্যরা৷ চরম শাস্তির মুখে পড়তে হবে ওই ব্যক্তিকে৷

[উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ ১ পুলিশ অফিসার]

Advertisement

জানা গিয়েছে, লিখিত আকারে শনিবারই এই নির্দেশিকা জারি করে উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ড৷ সেখানে বলা হয়েছে, ১৫ আগস্টের দিন জায়গায় জায়গায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করবে শিয়া সম্প্রদায়ের কমিটিগুলি৷ তোলা হবে তেরঙ্গা, শ্রদ্ধা জানান হবে মাতৃভূমিকে৷ সেই অনুষ্ঠানে শিয়া সম্প্রদায়ের মানুষদের যোগদান বাধ্যতামূলক৷ তাঁদের সুর মেলাতে হবে জাতীয় সঙ্গীতের সঙ্গে৷ তারপর জোড় গলায় বলতেই হবে ‘ভারত মাতা কি জয়’৷ নিজের বক্তব্যে শেষে কট্টরপন্থীদেরও তোপ দাগেন চেয়ারম্যান ওয়াসিম রিজভি৷ জানান, ভারত যতটা অন্যান্য সম্প্রদায়ের মানুষদের ততটাই মুসলমানদের৷ তাই ‘ভারত মাতা কি জয়’ সম্বোধন করে নিজের মাতৃ ভূমিকে শ্রদ্ধা জানাতে কোনও অসুবিধা নেই শিয়াদের৷ যারা এর বিরোধী, তাঁরা বিনা অর্থে অসুবিধা তৈরির চেষ্টা করছে৷

[বিজেপি নেতার মাল্যদানে ‘অপবিত্র’ আম্বেদকরের মূর্তি, শুদ্ধিকরণ দলিত আইনজীবীদের]

প্রসঙ্গত, কয়েকদিন আগেই গোমাংস সম্পর্কে মন্তব্য করে বিতর্ক উসকে দেন ওয়াসিম রিজভি৷ তিনি বলেন, কোনও সম্প্রদায়ের আবেগে ধাক্কা দেওয়া উচিত নয়৷ ফলে মুসলিমদের গোমাংস খাওয়া বন্ধ করে দেওয়া উচিত৷ তবেই বন্ধ করা যাবে গণপিটুনির মতো ঘটনা৷ রিজভির এই মন্তব্যের পরে তাঁর বিরুদ্ধে সুর চড়ায় বহু কট্টরপন্থী সংগঠন৷ এর কয়েকদিন আগেই আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার বলেন, গোহত্যা বন্ধের জন্য কড়া আইন আনা প্রয়োজন৷ আরএসএস নেতার এই মন্তব্যকেও সমর্থন করেন উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement