Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh Road Accident

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বালি বোঝাই লরি উলটে মৃত ৪ শিশু-সহ আট

ঘাতক গাড়িটির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Uttar Pradesh Road Accident: Eight dead after sand-laden lorry overturns
Published by: Subhankar Patra
  • Posted:June 12, 2024 12:04 pm
  • Updated:June 12, 2024 1:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার গভীর রাতে বালি বোঝাই লরি উলটে, তার তলায় চাপা পড়ে প্রাণ হারালেন একই পরিবারের আট জন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ১। মর্মান্তিক দুর্ঘটনাটি (Road Accident) ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) হারদোইতে। মৃতদের মধ্যে রয়েছে ৪ শিশু। আহতকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।  ঘাতক গাড়িটির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় গঙ্গা থেকে সাদা বালি নিয়ে হারদোইতে আসছিল লরিটি। অতিরিক্ত বালি বোঝাইয়ের পর নিয়ন্ত্রণ না রাখতে পেরে রাস্তার ধারে বসাবাস করা পরিবারটির উপর উলটে যায়। যার জেরে ঘটনাস্থলেই মৃত হয় ৪ শিশু-সহ আটজনের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ। ট্রাকটি সরিয়ে দুর্ঘটনায় বেঁচে থাকা পরিবারের একমাত্র সদস্য বিট্টুকে (৮) হাসপাতালে পাঠায় পুলিশ। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, বল্লা (৪৫) তাঁর স্ত্রী মুন্ডি (৪২) সহ মেয়ে সুনয়না (৫) লাল্লা (৪), বুদ্ধ (৪) ও আরও তিনজন।

Advertisement

[আরও পড়ুন: জামাইষষ্ঠীর সকালে মাংস কিনতে যাওয়াই কাল! লরির চাকায় পিষে মৃত্যু শ্যালকের]

হারদোইয়ের জেলাশাসক এমপি সিং বলেন, “গঙ্গার পাড় থেকে বালি তুলে হারদোইয়ে আসছিল ট্রাকটি। অতিরিক্ত বালি বোঝাইয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। রাস্তার ধারে থাকা পরিবারের উপর উলটে যায়। দুর্ঘটনার খবর পেয়ে লরিটি সরিয়ে উদ্ধারকার্য শুরু করা হয়। দুর্ঘটনায় পরিবারের এক সদস্য ছাড়া প্রত্যেকেই মারা গিয়েছেন। তিনি আরও বলেন, “আমরা সবাই ঘটনাস্থলে রয়েছি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লরিটির চালকে গ্রেপ্তার করা হয়েছে।”

[আরও পড়ুন: দেখা করার নামে প্রেমিকাকে অপহরণ ও খুনের চেষ্টা! প্রবল শোরগোল হাওড়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement