সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের দপ্তরে সিবিআই হানার পরেই আত্মহত্যা করলেন উত্তরপ্রদেশের এক পোস্টাল অফিসার। যোগীরাজ্যের ডাক ও তার বিভাগের ওই আধিকারিকের বিরুদ্ধে কোটি আত্মসাতের অভিযোগ। সেই তদন্তেই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি হানা দিয়েছিল মঙ্গলবার। পর দিন আত্মঘাতী হলেন ওই আধিকারিক। সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য সহকর্মীদের দায়ী করেছেন।
মঙ্গলবার রাতে বুলন্দশহরের একটি পোস্ট অফিসে হানা দেয় সিবিআইয়ের একটি দল। সেখানকার সাত আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। এদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত ফিল্ড অফিসার। পরদিন অর্থাৎ বুধবার ভোরে নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন সুপারিনটেনডেন্ট ত্রিভূবন প্রতাপ সিং। আলিগড়ে নিজের বাড়িতে আত্মঘাতী হন তিনি। পুলিশের বক্তব্য, সিবিআই হানার পর প্রবল মানসিক চাপে থাকা ত্রিভূবন চরম সিদ্ধান্ত নেন।
যদিও পরিবারের দাবি, দুর্নীতির জন্য নয়, এক মহিলা এবং সহকর্মীদের অত্যাচের অতিষ্ট হয়েই আত্মঘাতী হয়েছেন তিনি। মৃতের ভাই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দাদার সুইসাইড নোট সামনে এনেছেন। অফিসের প্যাডে হিন্দিতে লেখা ওই নোটে ত্রিভূবন দাবি করেছেন, সহকর্মীরা তাঁদের মতো করে কাজ করতে বাধ্য করতেন। এদিকে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরবর্তী তদন্ত পক্রিয়া শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.