Advertisement
Advertisement
উত্তরপ্রদেশ

সিএএ বিরোধিতায় পুলিশের রোষানলে উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল, দায়ের এফআইআর

আজিজ কুরেশির সিএএ বিরোধী মন্তব্যে অস্বস্তিতে যোগী সরকার।

Uttar Pradesh police lodge an FIR against former UP Governor
Published by: Sucheta Chakrabarty
  • Posted:February 27, 2020 3:46 pm
  • Updated:May 18, 2020 9:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্য করায় এপর্যন্ত রেয়াত পাননি কেউই। কেউ রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন, কেউ বা রয়েছেন পুলিশি হেফাজতে। তবে খোদ প্রাক্তন রাজ্যপাল এই কাজ করায় একটু অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মোরাদাবাদ পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয় উত্তরপ্রদেশের প্রাক্তন আজিজ কুরেশির বিরুদ্ধে। ২২ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের ইদগাহ ময়দানে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বক্তব্য রাখায় তাঁর বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি সিএএ বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ২ ফেব্রুয়ারি আরেকটি এফআইআর দায়ের করা হয় প্রাক্তন রাজ্যপালের বিরুদ্ধে।

মোরাদাবাদে পুলিশ আধিকারিক অমিত আনন্দ জানান, ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৫ ও ১৪৪ ধারা অনুযায়ী সিএএ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা ও উসকানিমূলক মন্তব্য করায় গলশাহবাদ থানায় এফআইআর দায়ের করা হয় কুরেশির বিরুদ্ধে। উত্তরপ্রদেশের ইদগাহ ময়দানে ভাষণ দেওয়ার সময় অজিজ কুরেশি সংশোধিত নাগরিকত্ব আইনের তীব্র বিরোধিতা করেন। সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হয়ে ওঠেন। উল্লেখ্য, আজিজ কুরেশি আগে উত্তরাখণ্ড ও মিজোরামের রাজ্যপালের পদে বহাল ছিলেন। ইদগাহ ময়দান থেকে তিন বলেন, “বিজেপি সরকার অর্থাৎ অমিত শাহ ও প্রধানমন্ত্রী দেশের ধর্মের বিভেদ তৈরি করতে চাইছেন। তারা হয়তো জানেন না দেশের স্বাধীনতায় মুসলিমদের অবদানও অবিস্মরণীয়। তাঁদের ১৮৫৭ সালের যুদ্ধে ইতিহাস ঘেটে দেখা উচিত”। ২৯ জানুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশের ইদগায় সিএএ বিরোধী আন্দোলন চলে। চলতি মাসের ১৫ তারিখ সিএএ বিরোধী আন্দোলনকে সমর্থন, আন্দোলনকারীদের উসকানি দেওয়া ও উত্তরপ্রদেশে ভাঙচুর চালানোর দায়ে করার জন্য কংগ্রেস নেতা তথা কবি ইমরান প্রতাপঘড়ির বিরুদ্ধে ১ কোটি চার হাজার টাকার ক্ষতিপূরণ ও জরিমানা ধার্য করা হয়।

Advertisement

[আরও পড়ুন:কেন্দ্র ও দিল্লি সরকারের বিরুদ্ধে তোপ, রাষ্ট্রপতির কাছে ‘রাজধর্ম’ পালনের আবেদন কংগ্রেসের]

যোগী সরকার অবশ্য উত্তরপ্রদেশে হিংসাশ্রয়ী আন্দোলন চলার সময়ই আন্দোলনকারীদের সরকারি সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ “সুদে-আসলে” উসুলের হুঁশিয়ারি দিয়েছিলেন। ফলে উত্তরপ্রদেশে আম আন্দোলনকারী থেকে প্রাক্তন রাজ্যপাল, যে কেউই সরকারের সিএএ আন্দোলনের বিরোধিতা করলেই খড়গহস্ত হয়ে উঠছে পুলিশ। সরকার ও আইনের বিরোধিতাকে দমন করতে সিদ্ধ হওয়ার প্রচেষ্টায় তারা।

 [আরও পড়ুন:‘পিঠ বাঁচাতেই বিচারপতির বদলি’, দিল্লির হিংসা নিয়ে কেন্দ্রকে তোপ কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement