Advertisement
Advertisement
Uttar Pradesh

গোহত্যা, ধর্মান্তকরণ মামলার দ্রুত নিষ্পত্তি, নির্দেশিকা জারি যোগী প্রশাসনের

প্রতি জেলার ২০টি মামলা চিহ্নিত করে দ্রুত তদন্তের নির্দেশ।

Uttar Pradesh Police Launches Initiative for Speedy Conviction in Cow Slaughter and Religious Conversion Cases | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 27, 2023 2:18 pm
  • Updated:June 27, 2023 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে এবার ‘অপারেশন কনভিকশন’। গোহত্যা, ধর্মান্তরণের মতো মামলার দ্রুত নিষ্পত্তি করতে চাইছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার। এছাড়াও খুন, ধর্ষণ, শিশু নিগ্রহের মতো মামলার ক্ষেত্রেও দোষীদের শাস্তি দিতে বিচার প্রক্রিয়ার গতি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

রাজ্য পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন কনভিকশন’-এর আওতায় নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারী থানা তথা পুলিশকর্তা এবং বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। রাজ্যের প্রত্যেক কমিশনারেট, জেলাকে ‘নৃশংস অপরাধ’-এর ২০টি করে মামলা চিহ্নিত করে দ্রুত তা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। এর মধ্যে রয়েছে পকসো আইনের মামলাগুলিও। পুলিশকে বলা হয়েছে, দ্রুত আদালতে চার্জশিট পেশ করতে হবে।

Advertisement

[আরও পড়ুন: পুরোহিতের জাত বিচার্য নয়, যুগান্তকারী রায় মাদ্রাজ হাই কোর্টের]

নির্দেশ মতো পদক্ষেপ করা হচ্ছে কিনা সেই বিষয়ে জানতে একটি ওয়েব পোর্টাল বানানো হবে বলে জানানো হয়েছে। ওই পোর্টালেই জানা যাবে কোন মামলায় কী পদক্ষেপ করেছে পুলিশ। সেই মতো নির্দেশ দিতে পারবেন পুলিশকর্তারা। উল্লেখ্য, আগেও অপরাধ নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্সে’র বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সেই সূত্রেই এবার ‘অপারেশন কনভিকশন’-এর নির্দেশ বলা মনে করা হচ্ছে।

[আরও পড়ুন:মারকুটে মহিলাদের সামনে অসহায় সেনা! মণিপুরে দাঙ্গাবাজদের ঢাল প্রমীলা বাহিনী

প্রসঙ্গত, যোগীর শাসনে উত্তরপ্রদেশ এনকাউন্টারের রাজ্য হয়ে উঠেছে, নিন্দায় সরব হয়েছে সমাজবাদী পার্টি-সহ বিরোধী দলগুলি। যোগীর দুই দফার শাসনকালে ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন ৬৯১ জন কুখ্যাত অপরাধী। আহত সাড়ে ৪ হাজার দুষ্কৃতী। গত এপ্রিলে পুলিশের সামনে গ্যাংস্টার রাজনীতিবিদ আতিক আহমেদ এবং তাঁর ভাইকে হত্যা করা হয়। বিরোধীরা ওই ঘটনার নিন্দা করলেও বদলায়নি যোগীর উত্তরপ্রদেশ। নয়া নির্দেশে সে কথাই প্রমাণিত হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement