Advertisement
Advertisement
Uttar Pradesh

প্রশ্ন ফাঁসে উত্তরপ্রদেশে বাতিল পুলিশের নিয়োগ পরীক্ষা, ‘কাউকে ছাড়ব না’, হুঙ্কার যোগীর

ছয় মাসের মধ্যে নতুন করে পরীক্ষা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের।

Uttar Pradesh Police Constable recruitment exam cancelled | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 24, 2024 3:14 pm
  • Updated:February 24, 2024 3:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মনির্ভর ভারতে বাড়ছে বেকার যুবকের সংখ্যা, অভিযোগ কংগ্রেস-সহ বিরোধীদের। এর মধ্যেই যোগীরাজ্যে পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে বিতণ্ডা। গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ছিল ওই পরীক্ষা। শেষ পর্যন্ত শনিবার প্রশ্ন ফাঁসের অভিযোগ মেনে নিয়ে নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করল কর্তৃপক্ষ। আগামী ছয় মাসের মধ্যে নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। যদিও এখনই পর্যন্ত পরীক্ষার দিন-ক্ষণ জানানো হয়নি।

পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে বেকার যুবকরা রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। যার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘লখনউ থেকে প্রয়াগরাজ পর্যন্ত পুলিশে নিয়োগের প্রশ্ন ফাঁস নিয়ে যুবকরা রাস্তায়। মাত্র ১০০ কিমি দূরে বারাণসীতে প্রধানমন্ত্রী যুবাদের বিভ্রান্ত করছেন। বারাণসী স্টাইলে বললে মোদিজি দিদাকে মামাবাড়ির হাল শোনাচ্ছেন।’

Advertisement

 

[আরও পড়ুন: শুভেন্দুর ‘খলিস্তানি’ মন্তব্যে ভবানীপুর থানায় এফআইআর, মমতাকে চিঠি শিখ সম্প্রদায়ের]

হাওয়া বুঝে এক্স হ্যান্ডেলে পুলিশে নিয়োগে নিয়ে মুখ খুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি লেখেন, ‘রিজার্ভ সিভিল পুলিশের পদে নিয়োগের পরীক্ষা-২০২৩ বাতিল করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।’ যোগী হুঙ্কার দেন,
‘পরীক্ষায় কোনওরকম গোলমালে আপস করা হবে না। প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

 

[আরও পড়ুন: ‘ডার্ক ওয়েবে অবৈধ লীলা খেলা চালায় সুপারস্টাররা! কেন্দ্র পদক্ষেপ করুক’, কঙ্গনার নিশানায় কারা?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement