সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুহূর্তের উত্তেজনায় ভয়ংকর কাণ্ড উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। ক’দিন পরে বিয়ের পিঁড়িতে বসতে চলা তরুণী খুন হলেন খোদ বাবার হাতে। পুলিশের দাবি, মেয়ে খাবার দিতে দেরি করায় রাগে তাঁকে খুন করেন বাবা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের হাপুর থানা এলাকার। মৃতা ২১ বছরের রেশমা (Reshma)। ক’দিন পরেই ছিল তাঁর বিয়ে। অভিযুক্ত রেশমার বাবা ৫৫ বছরের মহম্মদ ফরিয়াদ (Mammad Fariyad)। ফরিয়াদের ছয় সন্তান। এদের মধ্যে আগামী ৬ সেপ্টেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল রেশমার। কিন্তু তার আগে ঘটে গেল মর্মান্তিক ঘটনা।
পুলিশের দাবি, খাবার দেওয়া নিয়ে বাবা-মেয়ের মধ্যে বচসা হয়। মেয়ে খাবার দিতে দেরি করে। অন্যদিকে বারাবার তাড়া দিচ্ছিলেন ফরিয়াদ। রেগে গিয়ে মেয়েকে কড়া কথাও শুনিয়ে দেন তিনি। তাতে প্রতিবাদ করে রেশমা। এরপরই বাবা-মেয়ের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়, তখনই রাগের মাথায় ধারালো ছুরি দিয়ে মেয়েকে আঘাত করেন মহম্মদ ফরিয়াদ। তাতেই রেশমার মৃত্যু হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
প্রসঙ্গত, গার্হস্থ্য হিংসা থেকে ধর্ষণ, এমনকী খুন, দেশে মেয়েদের ওপর সংঘটিত অপরাধের কমতি নেই। সংসারের ছোট অশান্তিতেও চরম কাণ্ড ঘটে যায় তাঁদের সঙ্গে। ক’দিন আগে সকালের জলখাবারে নুন বেশি হওয়ায় এক ব্যক্তি খুন করেন স্ত্রীকে। নির্মম ঘটনাটি মহারাষ্ট্রের (Maharashtra) শহরতলির। অভিযুক্ত ব্যক্তির নাম নীলেশ ঘাগ (৪৬)। প্রতিদিনের মতো সকালে জলখাবার খেতে বসেছিলেন নীলেশ। ওইদিন স্ত্রী বানিয়ে দেন গরম গরম খিচুড়ি। সেই খিচুড়ি খেতে গিয়েই মেজাজ বিগড়ে যায় তার। খাবার মুখে তুলতেই বুঝতে পারেন অতিরিক্ত নুন রয়েছে রান্নায়। পুলিশের বক্তব্য, এতেই ভয়ংকর রেগে যান নীলেশ। এবং গলায় লম্বা কাপড় পেচিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন (Murder) করেন। এদিনের ঘটনায় খাবার দিতে দেরি করায় মেয়েকে খুন করলেন বাবা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.