Advertisement
Advertisement
Uttar Pradesh

যোগীরাজ্যে অমিল চাকরি, ডিগ্রি পুড়িয়ে আত্মঘাতী যুবক, বিজেপিকে তোপ অখিলেশের

'পড়ে পড়েই শেষ অর্ধেক জীবন', সুইসাইড নোটে লেখেন যুবক।

Uttar Pradesh: Man Burned His Degree, Died By Suicide | Sangbad Pratidin

আত্মঘাতী উত্তরপ্রদেশের যুবক

Published by: Sulaya Singha
  • Posted:February 24, 2024 11:22 am
  • Updated:February 24, 2024 11:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু লেখাপড়া করে, ডিগ্রি নিয়েও অমিল চাকরি। হতাশায় আত্মঘাতী উত্তরপ্রদেশের যুবক। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও।

পুলিশের তরফে জানা গিয়েছে, ব্রিজেশ পাল নামের বছর চব্বিশের ওই যুবক উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা ছিলেন। সম্প্রতি পুলিশে নিয়োগের পরীক্ষায় বসেছিলেন তিনি। এর আগেও একাধিক চাকরির পরীক্ষা দিয়েছেন। কিন্তু নিট ফল সেই শূন্য। চাকরি না পাওয়ায় ক্রমেই হতাশা গ্রাস করছিল তাঁকে। তার পরই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। পরিবারের দাবি, নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবক।

Advertisement

[আরও পড়ুন: ‘সন্দেশখালি দ্বিতীয় নন্দীগ্রাম’, হুঙ্কার শুভেন্দুর, ষড়যন্ত্রের তত্ত্বেই অনড় তৃণমূল]

ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। যেখানে চাকরি না পাওয়ার হতাশাকেই তুলে ধরেছেন ব্রিজেশ। তিনি লিখে গিয়েছেন, “এত ডিগ্রি নিয়ে কী হবে, যেখানে চাকরিই পাওয়া যায় না! পড়ে পড়েই অর্ধেক জীবন কেটে গেল।” নিজের সমস্ত ডিগ্রির শংসাপত্রও জ্বালিয়ে ফেলেন ব্রিজেশ। পুলিশ জানিয়েছে, নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ি না করলেও তাঁর সুইসাইড নোট থেকেই স্পষ্ট যে চাকরি না পাওয়ায় হতাশায় ভুগছিলেন তিনি। মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনা ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। যোগীরাজ্যে চাকরি পাওয়াটা ‘স্বপ্নে’র মতোই বলে কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। নিজের X হ্যান্ডেলে তিনি লেখেন, “বিজেপি ফের ক্ষমতায় আসার জন্য নানারকম ফন্দি আঁটছে। কিন্তু চাকরি দেওয়ার বেলায় তার নামগন্ধও পাওয়া যাচ্ছে না। চাকরি না পাওয়ায় ব্রিজেশের আত্মহত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক।”

[আরও পড়ুন: মানসিক দিক থেকে বিধ্বস্ত ছিলেন, ঘুরে দাঁড়িয়ে আইপিএলে ম্যাচ জেতানো ইনিংস হরমনের, কীভাবে সম্ভব হল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement