সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার প্রকাশ্যে চলে এল বিজেপিশাসিত সরকারের আইনশৃঙ্খলার আসল ছবি। দেশজুড়ে নারী ও শিশুদের উপর নিগ্রহে শীর্ষে দুই গেরুয়া শাসিত রাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও মহারাষ্ট্র (Maharashtra)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লিখিত প্রশ্নের জবাবে মঙ্গলবার এই তথ্য দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
তৃণমূল কংগ্রেসের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদকে এদিন অমিত শাহের মন্ত্রক জানিয়েছে, ২০২২ সালে দেশে মোট নারী নিগ্রহের ১৫ শতাংশের বেশি ঘটনা ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। অন্যদিকে শিশু নিগ্রহের ক্ষেত্রে শীর্ষে হিন্দুত্বের ধ্বজা ওড়ানো শিবসেনা (শিন্ডে)-বিজেপি জোট শাসিত মহারাষ্ট্র। মোট নিগ্রহের প্রায় ১৪ শতাংশই ঘটেছে আরব সাগরের পার্শ্ববর্তী রাজ্যে। দ্বিতীয় স্থানে আরেক গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশ। তাদের ‘অবদান’ প্রায় সাড়ে ১৩ শতাংশ।
নারী নিগ্রহে আবার দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র (প্রায় ১১ শতাংশ)। শুধু গত বছরই নয়, ২০১৮ থেকে এই ‘ধারাবাহিকতা’ বজায় রেখেছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। মধ্যপ্রদেশে ২০১৮ সালের ডিসেম্বর থেকে এক বছর তিন মাস কংগ্রেস ও ২০১৯-এর নভেম্বরের শেষ থেকে দু’বছর সাত মাস মহারাষ্ট্রে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটের সরকার থাকলেও গত পাঁচ বছরে মসনদের রং গেরুয়াই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.