Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh Hindu priest

‘মুসলিম মহিলাদের তুলে এনে ধর্ষণ করব’, প্রকাশ্য সভায় হুমকি হিন্দু ধর্মগুরুর, চাঞ্চল্য উত্তরপ্রদেশে

ভিডিও ভাইরাল হতেই যোগী রাজ্যে তুঙ্গে বিতর্ক।

Uttar Pradesh: Hindu priest is seen allegedly threatening to kidnap and rape Muslim women | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 8, 2022 10:26 am
  • Updated:April 13, 2022 9:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্মের দোহাই দিয়ে ধর্ষণের হুমকি। ‘মুসলিম মহিলাদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করব’, প্রকাশ্যে হুমকি দিলেন উত্তরপ্রদেশের এক হিন্দু মহন্ত। ভিডিও ভাইরাল হতেই যোগী (Yogi Adityanath) রাজ্যে তুঙ্গে বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, বজরং মুনি দাস (Bajrang Muni Das) নামের এক হিন্দু মহন্ত প্রকাশ্যেই মুসলিম মহিলাদের ধর্ষণ করার হুমকি দিচ্ছেন। উত্তরপ্রদেশের খাইরাবাদ শহরের মহর্ষি শ্রী লক্ষণ দাস উদাসীন আশ্রমের ওই মহন্ত এক শোভাযাত্রা চলাকালীন বলেন,”যদি মুসলিমরা কোনও হিন্দু মেয়েকে উত্যক্ত করে, তাহলে আমি নিজে মুসলিম মহিলাদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করব।” মহন্তর সেই নিদান শুনে সমস্বরে ‘জয় শ্রীরাম’ (Jai Sree Ram) ধ্বনি দিয়ে ওঠে সমবেত জনতা। দেওয়া হয় হাততালিও। ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

[আরও পড়ুন: থানায় সাংবাদিককে বিবস্ত্র করে হেনস্তা! ‘প্রতিবাদ করলেই জুটবে নিষ্ঠুরতা’, টুইটে সরব অভিষেক]

জানা গিয়েছে, ওই ঘটনাটি আসলে ২ এপ্রিলের। নবরাত্রি উপলক্ষে এক শোভাযাত্রায় কথাগুলি বলেন বজরং মুনি দাস নামের ওই মহন্ত। তাঁর বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি উত্তরপ্রদেশ পুলিশ। তবে সীতাপুর (Sitapur) পুলিশের তরফে জানানো হয়েছে, একজন উচ্চপদস্থ আধিকারিক ঘটনার তদন্ত করছেন। ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে সীতাপুর পুলিশ।

[আরও পড়ুন: যোগীকে হুমকির জের! বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল ‘সপা’ বিধায়কের পেট্রল পাম্প]

মাস তিনেক আগে উত্তরাখণ্ডের হরিদ্বারের এক ধর্মসভা থেকে রীতিমতো নিন্দনীয় ভাষায় সংখ্যালঘুদের আক্রমণ করা হয়। এমনকী, মুসলিম নিধনে ‘সাচ্চা’ হিন্দুদের অস্ত্র হাতে তুলে নেওয়ার নিদানও দেন হরিদ্বারের ধর্মসভায় উপস্থিত ধর্মগুরুরা। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। মূল অভিযুক্তরা সবাই এখনও ধরাও পড়েনি। এরই মধ্যে উত্তরপ্রদেশের এই নয়া কাণ্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement