Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

চাকরি পাইয়ে দেওয়ার নামে একাধিক ছাত্রীকে ধর্ষণ! যোগীরাজ্যে অধ্যাপকের কীর্তি ফাঁস!

ফের নারী নির্যাতনের কারণে খবরে হাথরস।

Uttar Pradesh Hathras professor accused of sexual assault by students and obscene videos surface

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:March 17, 2025 8:58 pm
  • Updated:March 17, 2025 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরে উত্তরপ্রদেশের হাথরস। এবার সেখানে ধর্ষণ ও যৌন হেনস্তায় অভিযুক্ত হাথরসের ফুলচাঁদ বগলা কলেজের এক অধ্যাপক। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কলেজ শেষে চাকরির সুযোগ করে দেবেন, এমন প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীদের ভুলিয়ে নিজের বাড়িতে নিয়ে যেতেন, সেখানে ধর্ষণ বা যৌন হেনস্থা করতেন। এমনকী কলেজের মধ্যেও নির্যাতন করতেন! অত্যাচারের ভিডিও করে ব্ল্যাকমেল করতেন বলেও অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে যোগীরাজ্যে। অভিযুক্ত অধ্যাপককে বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক ছাত্রীর উপর নির্যাতন চালানো অভিযুক্ত অধ্যাপক রজনীশ কুমার ভুগোল বিভাগের প্রধান। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি রজনীশকে। ঘটনা জানাজানি হতেই পলাতক হয়েছেন অধ্য়াপক। উল্লেখ্য, স্থানীয় থানায় একটি বেনামি চিঠি আসার পরেই ব্যবস্থা নেয় পুলিশ। অনুমান করা হচ্ছে, এক ছাত্রী ওই চিঠি লিখেছেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত এক জন নন, আরও অনেক ছাত্রীকেই যৌন হেনস্থা করেছেন।

Advertisement

অন্যদিকে হাথরসের ওই কলেজের ছাত্রীদের আপত্তিকর ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। দ্রুত ভিডিওগুলিকে সোশাল মিডিয়া থেকে সরাতে ব্যবস্থা নেয় পুলিশ। সাইবার সেলের সাহায্য নিয়ে কারা ওই ভিডিও পোস্ট করেছেন, তাঁদের খুঁজছে পুলিশ। সব মিলিয়ে ফের যোগীরাজ্যের হাথরস নারী নির্যাতন অভিযোগে হুলস্থুল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement