Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

‘মাফিয়াযুগ এখন অতীত’, বিধানসভায় নিরাপদ উত্তরপ্রদেশের ছবি তুলে ধরলেন যোগী

আইনশৃঙ্খলার উন্নতির ফলে এখন বিশ্বের বৃহত্তম বিনিয়োগ ক্ষেত্র উত্তরপ্রদেশ, বললেন যোগী।

Uttar Pradesh has changed its perception in the matter of law and orders, says Yogi Adityanath
Published by: Hemant Maithil
  • Posted:March 5, 2025 10:22 am
  • Updated:March 5, 2025 1:49 pm  

হেমন্ত মৈথিল: ‘বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশ থেকে মুছে গিয়েছে মাফিয়ারাজ। আইনশৃঙ্খলার আমূল পরিবর্তন করার ফলে এখন বিশ্বের বৃহত্তম বিনিয়োগ ক্ষেত্র হয়ে উঠছে উত্তরপ্রদেশ।’ বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতির ঢালাও প্রশংসা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বিধানসভায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার যোগী বলেন, উত্তরপ্রদেশে আগে মাফিয়াদের দেখলে পুলিশ পালাত। অপরাধীদের স্যালুট করত পুলিশ। উত্তরপ্রদেশ সম্পর্কে মানুষের চিরাচরিত সেই ধারনা বদলে গিয়েছে। এখন মাফিয়ারা লুকনোর জায়গা খুঁজে পাচ্ছে না। এখন দেশ ও বিশ্বের মানুষ এই রাজ্যকে সম্মানের চোখে দেখে। অথচ একটা সময় ছিল যখন মাফিয়ারাজের কারণে এখানে কেউ বিনিয়োগ করতে আসত না। এখন সেই রাজ্যই দেশের সবচেয়ে বড় বিনিয়োগ ক্ষেত্র হয়ে উঠেছে।

Advertisement

রাজ্যের আইন-শৃঙ্খলার উন্নতির উদাহরণস্বরূপ এনসিবির রিপোর্ট তুলে ধরেন যোগী। বলেন, ২০১৬ সালের তুলনায় ২০২৪ সালে ৮৪ শতাংশ কমেছে ছিনতাই। ডাকাতি কমেছে ৭৭.৪৩ শতাংশ। খুনের ঘটনা ৪১.০১ শতাংশ, দাঙ্গা কমেছে ৬৬.৪ শতাংশ। অপহরণ কমেছে ৫৪.৭২ শতাংশ। রিপোর্টেই স্পষ্ট যে আগের সরকারে অপরাধের হার যেভাবে উত্তরোত্তর বাড়ছিল তা শেষ করেছি আমরা। সরকারের চেষ্টায় গত ৮ বছরে নিরাপদ উত্তরপ্রদেশ গড়ে উঠেছে। মাফিয়াযুগ এখন অতীত।

এই সাফল্যের জন্য রাজ্য পুলিশের প্রশংসা করে যোগী বলেন, “রাজ্য পুলিশে আমরা বিরাট সংস্কার এনেছি। যার জেরেই এই সাফল্য। এখন পুলিশের উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার, পুলিশের আধুনিকীকরণ, সংস্কার, কাজের ধরন বদলে ফেলেছি আমরা। আগে মাফিয়াদের ভয়ে বিচারপতিরা মামলা শুনতে চাইতেন না। এখন পুলিশ সামনে এলে ওদের প্যান্ট ভিজে যায়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement