Advertisement
Advertisement

বিহার-ধাঁচে উত্তরপ্রদেশেও মহাজোট চান শিবপাল

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার কোনও ইচ্ছা নেই, স্পষ্ট জানালেন সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি শিবপাল যাদব৷

Uttar Pradesh elections: Shivpal Yadav hints at tie-up to beat communal forces
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 28, 2016 11:55 am
  • Updated:October 28, 2016 11:55 am  

দেবশ্রী সিনহা: পারিবারিক বিবাদ ধামাচাপা দিয়ে উত্তরপ্রদেশে ফের সরকার গঠন করার লক্ষ্যে মহাজোট গড়ে তোলার উপর গুরুত্ব দিতে চাইছে সমাজবাদী পার্টি৷ সেজন্য এখন থেকেই কোমর বেঁধেছেন সমাজবাদী পার্টির প্রধান মুলায় সিংহ যাদব ও সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি শিবপাল যাদব৷ সূত্রের মতে, এই মহাজোট আক্ষরিক অর্থে বাস্তবায়িত করা সম্ভব কিনা মুলায়মের নির্দেশে তা খতিয়ে দেখছেন শিবপাল৷ সে জন্য আগামী সপ্তাহে দলের রজতজয়ন্তী অনুষ্ঠানকে উপলক্ষ্য হিসেবে বেছে নিতে চাইছেন তাঁরা৷ রজতজয়ন্তী অনুষ্ঠানে জেডিইউ, আরজেডি, আরএলডি ও কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ এমনকী, বাম দলগুলিকেও আমন্ত্রণ জানানোর কথা ভাবছে সপা৷ বিহার বিধানসভা নিবার্চনে যেভাবে মহাজোট হয়েছিল ঠিক সেভাবেই গো-বলয়ের বৃহত্তম এই রাজ্যে জোট গঠনের কথা ভাবছে সপা৷

উত্তরপ্রদেশে বিজেপি ও মায়াবতীর বহুজন সমাজ পার্টিকে ঠেকাতেই জোটের পথে হাঁটতে চায় সমাজবাদী পার্টি৷ আর তা বাস্তবায়িত করার জন্য, শিবপাল বুধবার সন্ধেতেই নয়াদিল্লি এসে পৌছেছেন৷ সূত্রের খবর, সপার রজতজয়ন্তী উপলক্ষ্যে জেডিইউয়ের প্রথম সারির নেতা শরদ যাদব, আরএলডি প্রধান অজিত সিং, আরজেডি ও কংগ্রেস নেতৃত্বকে আমন্ত্রণ জানাতেই রাজধানীতে গিয়েছেন শিবপাল৷ শিবপালের বলেছেন, “লোহিয়াবাদী, চরন সিংবাদী ও গান্ধীবাদীদের কাছে একজোট হওয়ার জন্য আবেদন করছি৷ এছাড়া সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার বিকল্প কোনও পথ নেই৷” শিবপালের এই বক্তব্যে এটা স্পষ্ট যে, তিনি মহাজোটের দিকে তাকিয়েই জেডিইউ, আরজেডি ও কংগ্রেসকে এক হওয়ার বার্তা দিয়েছেন৷ বৃহস্পতিবার তিনি বৈঠক করেন জেডিইউ নেতা কে সি ত্যাগী ও আরএলডি নেতা অজিত সিংহের সঙ্গে৷ রাজধানীতে তাঁর উপস্হিতি বুঝিয়ে দেয় তিনি কংগ্রেসের সঙ্গেও দেখা করতে চান৷

Advertisement

অন্যদিকে, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী উত্তরপ্রদেশে একটানা কর্মসূচীর পর তিনি মহাজোট নিয়ে কতটা আগ্রহী হবেন তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন ওঠতে শুরু করেছে৷ তবে রাজনীতিক মহলের অনুমান, কংগ্রেস উত্তরপ্রদেশ নিয়ে যতই আশাবাদী হোক না কেন বাস্তবে শতাব্দী প্রাচীন এই দলের জন্য গো-বলয়ের এই বৃহত্তম রাজ্যের নিবার্চনে ভাল ফল করে দেখানো মস্ত বড় চ্যলেঞ্জ৷ উল্লেখ্য, বিহার বিধানসভাতেও বিজেপিকে ঠেকাতে মহাজোটের পথে পা বাড়িয়েছিল কংগ্রেস৷ এক্ষেত্রেও নিজেদের অস্তিত্বের লড়াইয়ে জোটের সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেস৷ কারণ ইতিমধ্যেই উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস নেতারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে জোটের পক্ষে সওয়াল করেছেন৷ সূত্রের খবর, জেডিইউ নেতা শরদ যাদব ইতিমধ্যেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেছেন৷ তবে জোটের প্রশ্নে এদিনও কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা মুখ খুলতে চাননি৷ উল্টে দাবি করেন, উত্তর প্রদেশে কংগ্রেস একা লড়বে বলে৷

আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব আগেই জানিয়েছেন যে, তিনি সমাজবাদী পার্টির হয়ে প্রচার করবেন৷ সম্প্রতি উত্তরপ্রদেশে এক অনুষ্ঠানে শরদ যাদব, নিতিশ কুমার ও অজিত সিংহ একই মঞ্চে উপস্থিত ছিলেন৷ এই উপস্থিতি জোটের ইঙ্গিত বলে অনেকের ধারণা৷ তবে মহাজোট গঠনের ক্ষেত্রে কংগ্রেসের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তথ্যভিজ্ঞ মহলের ধারণা৷ এদিকে, শিবপাল যাদব স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার কোনও ইচ্ছা তাঁর নেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement