ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে ভয়ংকর হেনস্তা দলিত কিশোরকে। নগ্ন করে বেধড়ক মারধরের পাশাপাশি গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল। চূড়ান্ত অপমানিত হয়ে বাড়ি ফিরে আত্মঘাতী হল ১৭ বছরের ওই নাবালক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বস্তি এলাকায়।
মৃত কিশোরের পরিবার তরফে জানা গিয়েছে, গত ২০ ডিসেম্বর এলাকাতেই এক জনের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেখানে আমন্ত্রিত ছিল ওই দলিত কিশোর। অভিযোগ, ওই অনুষ্ঠানে চরম হেনস্তা করা হয় তাকে। বিবস্ত্র করে ব্যাপক মারধরের পাশাপাশি প্রস্রাব করে দেওয়া হয় তার গায়ে। এমনকি থুতু চাটতেও বাধ্য করা হয়। ভয়ংকর এই নির্যাতনের ভিডিও তুলে রাখে অভিযুক্তরা। নির্যাতিত কিশোর ওই ভিডিও ডিলিট করে দেওয়ার আবেদন জানালে ফের চলতে থাকে নির্যাতন।
জন্মদিনের অনুষ্ঠানে এভাবে চরম অপমানিত হওয়ার পর বাড়ি ফিরে পরিবারকে গোটা ঘটনার কথা জানায় সে। এরপর ঘরে গিয়ে অপমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে। মর্মান্তিক এই ঘটনায় সন্তানের মৃতদেহ নিয়ে থানায় উপস্থিত হয় পরিবার। তবে পরিবারের দাবি, পুলিশ তাঁদের অভিযোগ নিতে রাজি হয়নি। এরপর দেহ নিয়ে বস্তির পুলিশ সুপারের অফিসে হাজির হয় পরিবার। সেখানেও দপ্তরের সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করার পর অভিযোগ দায়ের করে পুলিশ। এই ঘটনায় সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃতের মা। তিনি জানান, পুলিশ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে।
যদিও ঠিক কী কারণে ওই কিশোরকে হেনস্তা করা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। বস্তির ডিএসপি প্রদীপ কুমার ত্রিপাঠি জানান, ‘এই ঘটনায় অভিযোগ দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় দোষীদের কাউকে রেহাত করা হবে না।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.