ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘১ কোটি টাকা দিতে হবে। নাহলে অপহরণ করে খুন করা হবে ছেলেকে!’ এক ব্যবসায়ীকে এমনই হুমকি দিয়ে গ্রেপ্তার হলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক পুলিশ কনস্টেবল। জানা যাচ্ছে, অভিযুক্ত ওই পুলিশকর্মী অন্য কাউকে নয়, নিজেরই পরিবারের সদস্যকে এই হুমকি দিয়েছিলেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের মথুরা জেলায়।
মথুরা জেলার জেন্ট থানার এসএইচও অশ্বিনী কুমার বলেন, অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবলের নাম আজিজ গৌতম। তিনি মথুরা জেলার জেলখানায় কর্মরত। সম্প্রতি তিনি জানতে পারেন তাঁর পরিবারের এক সদস্য রামকুমার এক জমির বিক্রির মাধ্যমে ২ কোটি টাকা পেতে চলেছেন। এর পরই টাকা হাতাতে ষড়যন্ত্র করেন আজিজ। গত ৫ আগস্ট রামকুমারকে ফোনে হুমকি দেন তিনি। বলেন, তাঁকে এক কোটি টাকা না দিতে হবে। অন্যথায় ওই ব্যবসায়ীর ২১ বছরের ছেলেকে অপহরণ করে খুন করা হবে।
পরিবারের সদস্যের কাছ থেকে এমন হুমকি ফোন পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন রামকুমার। অভিযোগ পেয়েই মাঠে নামে পুলিশ। ফোনের সূত্র ধরে পুলিশ কনস্টেবল আজিজকে গ্রেপ্তার করা হয় তাঁর গ্রামের বাড়ি থেকে। পুলিশের তরফে জানা যাচ্ছে, অভিযুক্তের কাছ থেকে একটি দেশি পিস্তল ও গুলিও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আজিজের তিন সহযোগীকে এর আগে মধ্যপ্রদেশের ছাতারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য অভিযুক্ত আজিজের বিরুদ্ধে এহেন তোলাবাজির অভিযোগ এই প্রথমবার নয়, এর আগেই তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ এসেছিল।
উল্লেখ্য, উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে এমন ঘুষ ও তোলাবাজির অভিযোগ অবশ্য এই প্রথমবার নয়, সম্প্রতি আলু ঘুষ চেয়ে গ্রেপ্তার হয়েছেন উত্তরপ্রদেশের এক পুলিশ কর্মী। এই ঘটনা কনৌজের সৌরিখ থানার। অভিযুক্ত ওই থানার চাপুন্না-ভাওয়ালপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত সাব ইনস্পেক্টর। এক মিনিট চার সেকেন্ডের ওই রেকর্ডিংয়ে অভিযুক্ত পুলিশকর্মীকে ঘুষ হিসেবে পাঁচ কিলো ‘আলু’ চাইতে শোনা গিয়েছে। তদন্তে জানা গিয়েছে, টাকার পরিবর্তে আলুকে কোড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.