Advertisement
Advertisement

Breaking News

Congress

মকর সংক্রান্তিতে অযোধ্যা সফরে যোগীরাজ্যের কংগ্রেস নেতারা, অস্বস্তিতে সোনিয়া-খাড়গে

সরযূ নদীতে পুণ্যস্নান উত্তরপ্রদেশের শীর্ষ কংগ্রেস নেতাদের।

Uttar Pradesh Congress Leaders Visit Ayodhya After Party Rejects Ram Temple Invite | Sangbad Pratidn

ছবি: সংগৃহীত।

Published by: Kishore Ghosh
  • Posted:January 15, 2024 4:02 pm
  • Updated:January 15, 2024 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের নাম রাম! ভক্তি দেখালেও জ্বালা, না দেখালেও। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন (Ram Temple Inauguration)। আমন্ত্রণ পেয়েও সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে ওই অনুষ্ঠানে থাকছেন না দিল্লির কংগ্রেস (Congress) নেতারা। যদিও মকর সংক্রান্তিতে অযোধ্যা সফরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কংগ্রেস প্রধান অজয় রাই-সহ (Ajay Rai) বেশ কয়েকজন শীর্ষ কংগ্রেস নেতা। কেন?

সোমবার দুপুর ২টোয় অযোধ্যায় পৌঁছান অজয় রাই। পবিত্র মকর সংক্রান্তিতে সরযূ নদীতে পুণ্যস্নান করেন। এর পর তীরবর্তী মন্দিরে পুজো দেন। অজয়ের অযোধ্যা সফরের কথা জানিয়েছেন যোগীরাজ্যে কংগ্রেসের মুখপাত্র উমা শংকর পাণ্ডে। এছাড়াও অযোধ্যায় যাচ্ছেন কংগ্রেস বিধায়ক আরাধনা মিশ্র এবং কংগ্রেসের জাতীয় সম্পাদক ধীরজ গুর্জর। সব ঠিক থাকলে রামলালার দর্শন করবেন তারা, এমনটাই জানা গিয়েছে রাজ্য কংগ্রেস সূত্রে।

Advertisement

 

[আরও পড়ুন: কোনও জোটে নেই বিএসপি, লোকসভা ভোটে একাই লড়ার বার্তা দিলেন মায়াবতী]

উল্লেখ্য, ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েও আসছেন না মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধীরা। রামমন্দির নিয়ে রাজনীতির অভিযোগ করেছে কংগ্রেস। সেখানে খোদ উত্তরপ্রদেশের নিজেদের দলের নেতাদের অযোধ্যা যাত্রায় অস্বস্তিতে পড়ল কংগ্রেস। বিশ্লেষকদের বক্তব্য, সংখ্যালঘু ভোটের কথা ভেবে রামমন্দির উদ্বোধনে থাকছে না খাড়গে, সোনিয়ারা। সমস্যা হল উত্তরপ্রদেশের নেতাদের নির্বাচনে জিততে সংখ্যাগুরু হিন্দু ভোটের দিকেও তাকিয়ে থাকতে হয়। এই অবস্থায় দল বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছেন তাঁরা।

 

[আরও পড়ুন: ভারতে ক্ষুব্ধ মুইজ্জুর মালদ্বীপ, জয়শংকর বলছেন, ‘কোনও গ্যারান্টি নেই’, কীসের ইঙ্গিত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement