ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কের মধ্যে গৃহবন্দি জীবন কাটাতে কাটাতে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে অনেক মানুষ। ফলে ছোটখাট বিষয় নিয়েই একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছে। পুরনো বিভিন্ন সমস্যার মাঝেই আবার দেখা দিয়েছে নতুন কিছু জিনিস। রাস্তায় যত্রতত্র থুতু ফেলার জন্য বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে। করোনার সংক্রমণ ঠেকাতে কিছুদিন আগেই প্রকাশ্যে যত্রতত্র থুতু ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এবার থুতু ফেলা (spitting) নিয়ে বচসার জেরে এক ব্যক্তি ছুরি দিয়ে কুপিয়ে খুন করল এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ৩০ বছরের প্রিন্স কাঠুরিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় মুজাফ্ফরনগরের কোতয়ালি এলাকায় স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। সেসময় রাস্তার ধারে সতীশ নামে স্থানীয় এক ব্যক্তিকে তাঁর বন্ধুর সঙ্গে বসে গল্প করতে দেখে। তাঁদের মুখে কোনও মাস্ক ছিল না। গল্পের ফাঁকেই রাস্তায় থুতু ফেলেন সতীশ। বিষয়টি দেখতে পেয়েই তাঁর সঙ্গে বচসা শুরু করে প্রিন্স। অভিযোগ জানাতে থাকে যে সতীশের মতো লোকেরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সবাইকে অসুস্থ করার জন্য। কিছুক্ষণ বচসার চলার পর আচমকা রাস্তার ধারে থাকা একটি দোকান থেকে ছুরি নিয়ে এসে সতীশকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এর ফলে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে লুটিয়ে পড়েন সতীশ। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকেরা সঙ্গে সঙ্গে তাঁকে মুজাফ্ফরনগরের একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সেখান থেকে তাঁকে মেরঠের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় সতীশের।
এপ্রসঙ্গে মুজাফ্ফরনগর (Muzaffarnagar) কোতয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অনিল কাপারওয়ান বলেন, অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবকের নামে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী খুনের মামলাও দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.