Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

‘সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে পরিণতির জন্য তৈরি থাকতে হবে’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

সোশ্যাল মিডিয়ায় মহিলা সাংবাদিকদের কুরুচিকর মন্তব্যের মামলায় এই মন্তব্য শীর্ষ আদালতের।

Users should be aware and ready to face consequences of social media, says Supreme Court | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 20, 2023 2:36 pm
  • Updated:August 20, 2023 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করলে তার প্রভাব সম্পর্কেও সচেতন হতে হবে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার যদি কারোওর কাছে এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে তার ফল ভোগার জন্যও তৈরি থাকা উচিত সকলের। একটি মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তামিলনাড়ুর অভিনেতা-বিধায়ক এস ভে শেখরের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সোশ্যাল মিডিয়ায় মহিলা সাংবাদিকদের প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন।

বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালের ১৯ এপ্রিল ফেসবুকে (Facebook) একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি। মহিলা সাংবাদিকদের নিয়ে কুরুচিকর মন্তব্য় করা হয়েছিল ওই পোস্টে। মামলা চলাকালীন মাদ্রাজ হাই কোর্টের তরফে বলা হয়েছিল, অভিনেতা-বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ বাতিল করা যাবে না। সেই রায়কেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দারস্থ হন এস ভে শেখর (S Ve Shekher)। শুনানির সময়ে তাঁর আইনজীবী দাবি করেন, ঘটনার দিন চোখে ওষুধ দিয়েছিলেন তাঁর মক্কেল। সেই জন্যই ওই পোস্টে কী লেখা আছে সেটা না দেখেই শেয়ার করে ফেলেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘ক্যাম্পাসে মদ্যপান করা আমার অধিকার’, যাদবপুরের ছাত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়]

আইনজীবী আরও দাবি করেন, মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যেই বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলেন অভিনেতা-বিধায়ক। তার দু’দিন পর চিঠি লিখে মহিলা সাংবাদিক ও মিডিয়ার প্রত্যেকের কাছে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন তিনি। মাদ্রাজ হাই কোর্টেও একই সওয়াল করেছিলেন শেখরের আইনজীবী। তবে আদালত সাফ জানিয়ে দেয়, বর্তমানে দুনিয়ার প্রত্যেকটি মানুষই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। এখানে পোস্ট করার অর্থ ধনুক থেকে তির বেরিয়ে যাওয়া। তাই সচেতনভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা দরকার।

মাদ্রাজ হাই কোর্টের (Madras High Court) এই রায়ের সঙ্গেই সহমত পোষণ করল শীর্ষ আদালত। শুনানি চলাকালীন দুই বিচারপতির বেঞ্চ জানায়, “যদি কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাহলে এই মাধ্যমের প্রভাব সম্পর্কেও বিশেষ সচেতন থাকতে হবে। কতদূর পর্যন্ত এই মাধ্যম ছড়িয়ে যেতে পারে, কী প্রভাব পড়তে পারে সবটাই জানতে হবে ব্যবহারকারীদের।” সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করাটা এতই জরুরি হয়ে থাকে তাহলে তার ফল ভোগার জন্যও প্রস্তুত থাকতে হবে।

[আরও পড়ুন: যাদবপুর ছাত্রমৃত্যু কাণ্ডে নয়া মোড়, আচমকাই পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement