Advertisement
Advertisement

Breaking News

মধুফাঁদে ফেঁসে অনৈতিক অস্ত্র চুক্তিতে সম্মতি বরুণের

বিস্ফোরক অভিযোগ মার্কিন সমাজকর্মী সি এডমন্ডস অ্যালেনের৷

US Whistleblower claims Varun Gandhi honey-Trapped
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2016 4:46 pm
  • Updated:January 27, 2020 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুফাঁদে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে বরুণ গান্ধীকে৷ ভয় দেখিয়ে তাঁকে দিয়ে অনৈতিকভাবে করানো হয়েছে একাধিক অস্ত্র চুক্তি৷ বিজেপি সাংসদের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ আনলেন মার্কিন সমাজকর্মী সি এডমন্ডস অ্যালেন৷

দেশের এক প্রথমসারির সংবাদপত্রের দাবি, সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন এই মার্কিন নাগরিক৷ যাতে লেখা রয়েছে, বরুণ যখন প্রতিরক্ষা দফতরের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন, তখনই তাঁকে মধুফাঁদে ফাঁসায় অস্ত্র ব্যবসায়ী অভিষেক বর্মা৷ পরে এই বিষয়ে তাঁকে ব্ল্যাকমেল করে একাধিকবার অনৈতিকভাবে অনেক অস্ত্র-চুক্তি পাশ করিয়ে নিয়েছে বর্মা৷

Advertisement

নিজের বক্তব্যের স্বপক্ষে নাকি বেশ কিছু নথি ও সিডি পিএমও-তে পাঠিয়েছেন এডমন্ডস৷ চিঠির প্রতিলিপি তিনি প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকেও পাঠিয়েছেন৷ বিজেপি সাংসদ বরুণ গান্ধীকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি মন্তব্য জানানোর পক্ষে খুবই হাস্যকর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement