Advertisement
Advertisement

Breaking News

‘একাদশীতে পরীক্ষা করেই চাঁদে পৌঁছতে পেরেছে নাসা’, দাবি হিন্দুত্ববাদী নেতার

মহারাষ্ট্র শিব প্রতিষ্ঠান হিন্দুস্থান প্রধানের দাবি ঘিরে তুঙ্গে চাঞ্চল্য৷

US was able to send spacecraft to Moon because of ekadashi
Published by: Tanujit Das
  • Posted:September 10, 2019 5:33 pm
  • Updated:September 10, 2019 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘একাদশীতে পরীক্ষা হয়েছিল, তাই চাঁদের মাটিতে পৌঁছাতে পেরেছিল মার্কিন মহাকাশ যান’’ চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে ইসরো বিজ্ঞানীদের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই যুক্তি দিলেন মহারাষ্ট্রের হিন্দুত্ববাদী নেতা সম্ভাজি ভিড়ে৷ জানালেন, ভারতীয় শাস্ত্র মতে মহাকাশ যান পরীক্ষার সময় বেছে নেওয়ার কারণেই ৩৯ বারের চেষ্টায় সাফল্য পেয়েছে আমেরিকা৷

[ আরও পড়ুন: ল্যান্ডার বিক্রমকে নিয়ে পুলিশের মর্মস্পর্শী টুইট মন কাড়ছে সোশ্যাল মিডিয়ার ]

Advertisement

ভিমা-কোরেগাঁও কাণ্ডে অন্যতম অভিযুক্ত এই নেতা সোমবার সোলাপুরের একটি অনুষ্ঠানে বলেন, ‘‘৩৮ বার চন্দ্রপৃষ্ঠে মহাকাশ যান পাঠানোর চেষ্টা করেছে আমেরিকা৷ কিন্তু তখন তারা সফলতা পায়নি৷ ৩৯তম বারে ভারতীয় শাস্ত্র মতে একাদশীতে পরীক্ষা করেন তাঁরা এবং সাফল্য পান৷’’ এখানেই শেষ নন, তিনি আরও জানান, ৩৮বার বৈজ্ঞানিক মতে পরীক্ষার সময় নির্বাচিত করে ব্যর্থ হন মার্কিন বিজ্ঞানীরা৷ এরপর ভারতীয় শাস্ত্র মতে একাদশীতে চাঁদে মহাকাশ যান পাঠানোর পরীক্ষা করেন তাঁরা৷ তাই সফল হয়েছেন৷ মহারাষ্ট্র শিব প্রতিষ্ঠান হিন্দুস্থান সংগঠনের প্রধানের এহেন বক্তব্যে যথারীতি বিতর্ক দানা বেধেছে৷ তবে এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত কথা বলেছেন সম্ভাজি ভিড়ে৷ একবার তিনি দাবি করেন, তাঁর বাগানের গাছের আম খেয়ে বহু মহিলা পুত্র সন্তান লাভ করেছেন৷ দীর্ঘদিনের নিঃসন্তান মহিলারা গর্ভে পুত্র সন্তান ধারণ করেছেন৷

[ আরও পড়ুন: ৫ মাসেই মোহভঙ্গ, কংগ্রেস ছাড়লেন অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর ]

কে এই সম্ভাজি ভিড়ে? জানা গিয়েছে, ভিমা-কোরেগাঁও কাণ্ডে অন্যতম অভিযুক্ত এই হিন্দুত্ববাদী নেতা৷ তাঁর বিরুদ্ধে মামলা দায়েরও নির্দেশ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস৷ সূত্রের খবর, আরএসএসের প্রাক্তন এই কর্মী মহারাষ্ট্রে অত্যন্ত বিখ্যাত হিন্দুত্ববাদী নেতা৷ মহারাষ্ট্র শিব প্রতিষ্ঠান হিন্দুস্থান নামে তাঁর একটি সংগঠনও রয়েছে৷ যার সঙ্গে যুক্ত রয়েছে মহারাষ্ট্রের অসংখ্য যুবক৷ বলিউডের বিখ্যাত সিনেমা যোধা-আকবর মুক্তির সময়ও প্রবল বিরোধ দেখিয়েছিলেন সম্ভাজি ভিড়ে ও তার
সংগঠন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement