Advertisement
Advertisement

Breaking News

ইন্দো-মার্কিন সম্পর্ক সুদৃঢ় করতে মোদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিদেশ সচিবের

সন্ত্রাসবাদ থেকে এস-৪০০ মিসাইল সিস্টেম, বৈঠকে উঠল একাধিক ইস্যু৷

US Secretary of State Mike Pompeo meets PM Narendra Modi
Published by: Tanujit Das
  • Posted:June 26, 2019 5:13 pm
  • Updated:June 26, 2019 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করলেন আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পেও৷ সূত্রের খবর, বৈঠকে দু’দেশের মধ্যেকার বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করা এছাড়াও, সন্ত্রাসবাদের মোকাবিলা করার বিষয়ে আলোচনা হয়েছে৷ উঠে এসেছে এইচ-ওয়ান বি ভিসা, ইরান নীতি এবং রাশিয়া থেকে ভারতের ক্রয় করা এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেমের বিষয়ও৷ আগামিদিনে দু’দেশ একসঙ্গে কাজের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ সচিব রাবিশ কুমার।

[ আরও পড়ুন: ‘দেশ হেরেছে বলা মানে জনাদেশের অপমান’, ইভিএম ইস্যুতে বিরোধীদের তোপ মোদির]

Advertisement

মঙ্গলবারই দু’দিনের জন্য ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও৷ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুরসিতে বসে এটাই পম্পেওর সঙ্গে মোদির প্রথম বৈঠক৷ সূত্রের খবর, বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা৷ দক্ষিণ এশিয়া-সহ গোটা দেশে যেভাবে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে, সেই বিষয়েই আলোচনা করেন তাঁরা৷ আমেরিকা-সহ ব্রিটেন, ফ্রান্স ও অন্যান্য দেশের সহায়তায় মাসুদ আজহার ইস্যুতে রাষ্ট্রসংঘে বড় সাফল্য পেয়েছে ভারত৷ ভারতের দাবিকে মান্যতা দিয়ে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করতে সাহায্য করেছে চিনও৷ নয়াদিল্লি সূত্রে খবর, সেই বিষয়েও পম্পেওকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

[ আরও পড়ুন: বড় সিদ্ধান্ত মোদির, বালাকোট স্ট্রাইকের কান্ডারিকেই ‘র’ প্রধান করলেন প্রধানমন্ত্রী ]

এছাড়া মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাশিয়ার থেকে ভারত এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম কিনলে, সেই বিষয়েও মনঃক্ষুণ্ণ হয় আমেরিকা৷ এই ইস্যুতে ভারত-মার্কিন সম্পর্কে ভাঙন ধরেছে বলে দাবি করেন কূটনৈতিক বিশেষজ্ঞরা৷ এমনকী, রাশিয়া থেকে এই যুদ্ধাস্ত্র কেনার ভারতের সিদ্ধান্তে বেজায় চটে যায় ট্রাম্প প্রশাসন। জানা গিয়েছে, এদিন এই বিষয়েও আলোচনা করেছেন পম্পেও এবং মোদি৷ একই ভাবে উঠে এসেছে ইরান থেকে তেল কেনার প্রসঙ্গও৷ কারণ মার্কিন নিষেধাজ্ঞা থাকায় সেদেশ থেকে সস্তায় তেল কিনতে পারছে না ভারত৷ ফলে দিন দিন ভারতে বৃদ্ধি পাচ্ছে তেলের দাম৷ সূত্রের খবর, বৈঠকে এই বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ প্রসঙ্গত, আগামী ২৮ জুন থেকে ২৯ জুন, জাপানের ওসাকাতে হতে চলেছে জি২০ বৈঠক৷ সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub