সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে ছুটছে ডোনাল্ড ট্রাম্পের বিজয় রথ। প্রেসিডেন্ট নির্বাচনে (US President Election) রিপাবলিকান পার্টির জয় কার্যত স্পষ্ট হতেই, অতীতের রক্তক্ষরণ কাটিয়ে বিরাট লাফ দিল ভারতের শেয়ার বাজার। বুধবার ৭০০ পয়েন্ট বেড়ে ৮০ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স। একইভাবে বেড়েছে নিফটি ফিফটিও।
বিগত প্রায় একমাস ধরে ধুঁকছিল দেশের শেয়ারবাজার। ভারতের বাজার থেকে বিনিয়োগ কমাচ্ছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। তবে ইঙ্গিত ছিল, মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে ঘুরে দাঁড়াবে দালাল স্ট্রিট। সেটাই হল, এদিন ২৯৫ পয়েন্ট বেড়েই দিন শুরু করে বাজার। এর পর কমলা হ্যারিসকে ছাপিয়ে ট্রাম্পের বিজয়রথ যত এগোতে থাকে ভারতের বাজারেও তার প্রভাব পড়তে শুরু করে। শেষ পাওয়া খবরে, ৭০০-এর বেশি পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে যায় ৮০,২৬৭তে। পাশাপাশি ২০০-এর বেশি পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছে যায় ২৪,৪৪৩-এ।
এদিন শেয়ারবাজের সবচেয়ে বেশি উত্থান লক্ষ্য করা গিয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেড, আদানি এনার্জি সলিউশান, ভারত ইলেক্ট্রনিক্স, টিসিএস, ইনফোসিস, এইচসিএল, আইআরসিটিসির মতো শেয়ারগুলিতে। এদিকে এই ভরা বাজারেও বেশকিছু শেয়ারেও পতন লক্ষ্য করা গিয়েছে, যে শেয়ারগুলি ধাক্কা খেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, এইচডিএফসি ব্যাঙ্ক, এশিয়ানপেন্ট, কোল ইন্ডিয়া, টাইটানের মতো একাধিক শেয়ারে। যদিও সাগরপাড়ের ট্রাম্পের ধাক্কায় বেশিরভাগ শেয়ারই উর্ধ্বমুখী দালাল স্ট্রিটে।
এদিকে মার্কিন মসনদে ট্রাম্পের অভ্যুত্থানে বিশেষজ্ঞদের অনুমান, ভারতের বাজারে নতুন করে ফের জোয়ার আসতে পারে বিদেশি বিনিয়োগে। সেক্ষেত্রে বড় কোনও বিপর্যয় ছাড়া পুরনো ছন্দে গতি ধরতে পারে ভারতের বাজার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.