সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরকে ‘আজাদ’ সম্বোধন। ফের বিতর্ক উসকে দিলেন আমেরিকার আরও এক প্রতিনিধি। এর আগে অধিকৃত কাশ্মীরে সফরে এসে নয়াদিল্লির ক্ষোভের আগুনে ঘি ঢেলেছিলেন মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর।
জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে অধিকৃত কাশ্মীরে গিয়েছিলেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন প্রতিনিধি ডোনাল্ড ব্লোম। সেখানে নিজের ভাষণে পাকিস্তানের দখলে থাকা ভূখণ্ড বা অধিকৃত কাশ্মীরকে ‘আজাদ কাশ্মীর’ বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রতিনিধির এই মন্তব্য যে ভারত ভালভাবে নেবে না তা বলাই বাহুল্য। বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর পাশে দাঁড়ানোয় মোদি সরকারের উপর কাশ্মীর প্রসঙ্গ তুলে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন।
উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসে পাক অধিকৃত কাশ্মীর সফরে গিয়ে বিতর্ক উসকে দিয়েছিলেন মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর (Ilhan Omar)। পাকিস্তানের দখলে থাকা ভারতীয় ভূখণ্ডে মার্কিন আইন প্রণেতার এই সফরে রীতিমতো ক্ষোভপ্রকাশ করে নয়াদিল্লি। পাক অধিকৃত কাশ্মীরে ইলহানের সফর ‘সংকীর্ণ মানসিকতার’ পরিচয় বলে তোপ দাগেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।
বলে রাখা ভাল, ইলহানের পাকিস্তান প্রীতি ও ভারত বিদ্বেষ অজানা নয়। বাইডেন জমানায় একাধিকবার ভারতবিরোধী বক্তব্যের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ভারতে মুসলিমরা সুরক্ষিত নন দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেসে সুর চড়িয়েছিলেন তিনি। সিএএ, এনআরসি নিয়েও প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনি। বাইডেনের (Joe Biden) ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ইলহান ওমর ভারতে মুসলিমদের বিরুদ্ধে ঘটা একাধিক ঘটনার সমালোচনায় সরব হন।
বিশেষজ্ঞদের মতে, শুরু থেকেই কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক মঞ্চে তোলার চেষ্টা করছে পাকিস্তান। ইলহান ওমরের সফর সেই ষড়যন্ত্রের অংশ ছিল। এবার ডোনাল্ড ব্লোমের সফরও ইসলামাবাদের একটি চাল মাত্র। তবে আমেরিকা-সহ বিশ্বমঞ্চে ভারত বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এক্ষেত্রে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.