Advertisement
Advertisement

Breaking News

Mumbai

উড়িয়ে দেওয়া হবে মুম্বইয়ের মার্কিন দূতাবাস! হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য

ডিসেম্বরেও এমন এক ইমেল ঘিরে বিতর্ক ঘনিয়েছিল।

US Consulate in Mumbai gets threat mail, case registered। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 11, 2024 12:00 pm
  • Updated:February 11, 2024 12:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উড়িয়ে দেওয়া হবে মুম্বইয়ের (Mumbai) মার্কিন দূতাবাস। খুন করা হবে দূতাবাসের সমস্ত আমেরিকানকে (US)। এমনই হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য বাণিজ্যনগরীতে। ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। তবে এর পিছনে কোন ব্যক্তি অথবা গোষ্ঠীর হাত রয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছেন, গত শুক্রবার ভোর চারটে নাগাদ ওই মেলটি পাঠানো হয়। কে পাঠিয়েছেন এমন মেল? তিনি নিজেকে মার্কিন মুলুকের বাসিন্দা বলে দাবি করেছেন। সেই সঙ্গেই জানিয়ে দিয়েছেন, তিনি বর্তমানে সেদেশ থেকে পলাতক। কিন্তু কেন তিনি পালিয়ে এসেছেন আমেরিকা থেকে, তা পরিষ্কার করে লেখেননি হুমকি মেলের লেখক। কিন্তু নিজের রাগ স্পষ্টতই প্রকাশ করে অভিযুক্তের হুমকি, মুম্বইয়ে অবস্থিত মার্কিন দূতাবাস উড়িয়ে দেওয়া হবে। সেখানে কর্মরত মার্কিনদেরও খুন করা হবে।

Advertisement

[আরও পড়ুন: হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে মিঠুন, এখন কেমন আছেন মহাগুরু?]

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এটা ভুয়ো মেল। তবে মেল আইডিটি সম্পর্কে নিশ্চিত হয়েই এব্যাপারটা সঠিক ভাবে বোঝা যাবে বলে ধারণা তদন্তকারীদের। প্রসঙ্গত, গত ডিসেম্বরেও এমন এক ইমেল ঘিরে বিতর্ক ঘনিয়েছিল। মুম্বইয়ের ১১টি জায়গা ওড়ানোর হুমকি দেওয়া হলেও শেষপর্যন্ত পুলিশ তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই উদ্ধার করতে পারেনি। এক্ষেত্রেও স্রেফ চাঞ্চল্য ছড়াতেই এমন মেল করা হল কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: ফের CAA অস্ত্রে শান! লোকসভার আগেই লাগু হবে নাগরিকত্ব আইন, বড় ঘোষণা শাহর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement