সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের জুন মাসে আমেরিকা (USA) সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সফরেই মোদিকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এরই মধ্যে জানা যাচ্ছে, মোদিকে মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখার আমন্ত্রণও জানানো হয়েছে। যদি সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সত্য়িই মোদি সেখানে ভাষণ দেন, তাহলে নিশ্চিত ভাবেই তৈরি হবে ইতিহাস। আজ পর্যন্ত কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসে দু’বার বক্তব্য রাখার সুযোগ পাননি। তবে এখনও নয়াদিল্লির তরফে জানানো হয়নি প্রধানমন্ত্রী ওই আমন্ত্রণে সাড়া দিয়েছেন কিনা।
মোদিকে চিঠিতে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে লেখা হয়েছে, ‘আপনার বক্তব্যে আপনি সুযোগ পাবেন ভারতের ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবনাকে শেয়ার করার। পাশাপাশি আমরা দুই দেশ কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়েছি সে নিয়েও কথা বলতে পারবেন।’ প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে মোদি মার্কিন কংগ্রেসে বক্তব্য রেখেছিলেন। যদি এবারও তিনি বক্তব্য রাখেন তাহলে তৈরি হবে নয়া ইতিহাস।
প্রসঙ্গত,গত মে মাসে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের তরফে মোদির সফর নিয়ে বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, আগামী ২২ জুন নরেন্দ্র মোদিকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতেই এই সফর, এমনটাই বলা হয়েছিল হোয়াইট হাউসের বিবৃতিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.