Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানের মতো ‘পাগল’ নয়, NSG-তে ভারতকে চান অস্ত্র ব্যবসায়ীরা

চিনা প্রাচীর ভাঙল বলে, পরমাণু ক্লাবে ভারতের প্রবেশ প্রায় নিশ্চিত!

US Arms group says draft formula for admitting new NSG members favours India and not Pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 28, 2016 4:56 pm
  • Updated:December 28, 2016 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা আন্তর্জাতিক পরমাণু ক্লাবে ভারতের প্রবেশে কোনও আপত্তি নেই৷ কিন্তু পাকিস্তানকে যেন কোনওমতেই এনএসজি-তে প্রবেশের অনুমতি না দেওয়া হয়৷ এই ভাষাতেই ওয়াশিংটনের আর্মস কন্ট্রোলার অ্যাসোসিয়েশন সতর্ক করে দিল ওবামা প্রশাসনকে৷

সূত্রের খবর, গত সপ্তাহে মার্কিন একটি পত্রিকায় এনএসজি-র প্রাক্তন চেয়ারম্যান রাফায়েল মারিয়ানো গ্রসি দু’পাতার একটি নথি তৈরি করেন৷ ওই নথিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়, এনপিটি-তে স্বাক্ষর না করেও কোনও দেশ কী করে এনএসজি-তে প্রবেশ করতে পারে৷ ওই নথিতে এও উল্লেখ করা হয়, দুটি নয়, যে কোনও একটি রাষ্ট্রই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর না করেও এনএসজি-তে ঢুকতে পারে৷

Advertisement

এরপরই মার্কিন অস্ত্র প্রস্তুতকারক সংস্থাগুলি ওবামা প্রশাসনকে সতর্ক করে দেয়, পাকিস্তানের মতো ‘পাগল’ রাষ্ট্রকে যেন পরমাণু ক্লাবে প্রবেশের অনুমতি না দেওয়া হয়৷ বরং ভারতে এনএসজি-র প্রবেশাধিকার দেওয়া হোক৷ ৪৮টি রাষ্ট্র সমৃদ্ধ এলিট পরমাণু ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে৷ যে বছর ভারত প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ করে৷ ওই ক্লাবে প্রবেশের জন্য পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করা বাধ্যতামূলক৷ কিন্তু ইজরায়েল ও পাকিস্তান, এই দুটি দেশের পাশাপাশি তৃতীয় দেশ হিসাবে ভারত এনপিটিতে স্বাক্ষর করেনি৷ ভারতের আগ্রাসন দেখে শঙ্কিত চিন৷ তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সঙ্কেত পেলেও এনএসজি-তে ভারতের প্রবেশাধিকার এখনও থমকে রয়েছে৷ তবে ওয়াশিংটন এখন যেভাবে বেজিংয়ের উপর নিত্যদিন চাপ বাড়াচ্ছে তাতে এলিট নিউক্লিয়ার ক্লাবে ভারতের অন্তর্ভুক্তির বিরুদ্ধে চিনা প্রাচীর কতদিন টিকবে, সে কথা বলা শক্ত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement