Advertisement
Advertisement
উর্মিলা মাতণ্ডকর

নির্বাচনে শোচনীয় হার, দলের নেতাদেরই কাঠগড়ায় তুললেন উর্মিলা

‘ইচ্ছাকৃত হারানো হয়েছে’, দাবি অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রীর৷

Urmila Matondkar bares Congress' blunders in Lok Sabha election 2019
Published by: Tanujit Das
  • Posted:July 9, 2019 7:08 pm
  • Updated:July 9, 2019 11:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনে পরাজয়ের পরই দলের একাংশের বিরুদ্ধে সরব হলেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রী উর্মিলা মাতণ্ডকর৷ অভিযোগ করলেন, ষড়যন্ত্র করে তাঁকে নির্বাচনে হারানো হয়েছে৷ তাঁর বিরুদ্ধে কাজ করেছে দলেরই একাংশ৷ ইচ্ছাকৃতভাবে তাঁর হয়ে জোরকদমে প্রচার করেননি অনেকে৷ তাঁকে ভুল পথে চালনা করা হয়েছে৷ এবং এই সমস্ত কিছুর জন্য তিনি কাঠগড়ায় তোলেন তাঁর প্রচারের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা সন্দেশ কোন্দিলকর-সহ আরও বেশ কয়েকজনকে৷

[ আরও পড়ুন: ‘আমি সমকামী, এটা আমার দোষ নয়’, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী যুবক  ]

Advertisement

চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেস শিবিরের অন্যতম বড় চমক ছিলেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর৷ প্রবল মোদি হাওয়ার মধ্যেও কংগ্রেসে যোগদান করেন তিনি৷ রাহুল গান্ধীর নেতৃত্বে ভোট ময়দানের লড়াইয়ে অবতীর্ণ হন৷ বিজেপির বিরুদ্ধে প্রচারও করেন জোরকদমে৷ কিন্তু এরপরও শেষরক্ষা হয়নি৷ উত্তর মুম্বই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে সাড়ে চার লক্ষ ভোটে পরাজিত হন অভিনেত্রী৷ আর এই পরাজয়ই চিত্রনাট্যে অদ্ভুত বদল আনে৷ দলেরই একাংশের বিরুদ্ধে মুখ খোলেন কংগ্রেস নেত্রী উর্মিলা মাতণ্ডকর৷ অভিযোগ করেন, তাঁকে ইচ্ছাকৃত ভাবে হারানো হয়েছে৷ এবং এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছেন তাঁর প্রচারের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা সন্দেশ কোন্দিলকর৷

[ আরও পড়ুন: সোমবার স্থগিত থাকার পর খুলল অমরনাথ যাত্রাপথ, পুণ্যার্থীদের সুরক্ষায় আঁটসাট নিরাপত্তা ]

সূত্রের খবর, গত ১৬ মে এই সমস্ত অভিযোগ সম্বলিত একটি চিঠি উর্মিলা জমা দিয়েছেন মুম্বই কংগ্রেসের প্রধান মিলিন্দ দেওরার কাছে৷ সেখানে রাহুল গান্ধীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি উগরে দিয়েছেন একরাশ ক্ষোভ৷ চিঠিতে অভিনেত্রী লেখেন, ‘‘দলের তৃণমূল স্তরের কর্মীদের একজোট করতে ব্যর্থ হয়েছেন সন্দেশ কোন্দিলকর৷ ঠিকমতো কাজ করেননি দলের নেতা ভূষণ পাটিলো। বোঝাপড়ার অভাবে ব্লক ও বুথস্তরে পৌঁছতে ব্যর্থ হয়েছে দল৷ মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হয়নি দলের৷ সেজন্যই মানুষের সমর্থন পেতে ব্যর্থ হয়েছে কংগ্রেস৷’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement