Advertisement
Advertisement

Breaking News

রাজনের আমলে ছাপা ২০০০ টাকার নোটে কেন উর্জিতের সই, উঠছে প্রশ্ন

নোটে প্যাটেলের স্বাক্ষরই কেন? কেন নেই রাজনের স্বাক্ষর?

Urjit Patel's Signature on Rs. 2000 notes during Rajan's tenure!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 17, 2017 3:54 pm
  • Updated:February 17, 2017 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল যখন হয়েছিল তখন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে আসীন উর্জিত প্যাটেল৷ কিন্তু নতুন ২০০০ টাকার নোট ছাপানোর প্রক্রিয়া যখন শুরু হয়েছিল তখনও গর্ভনর ছিলেন রঘুরাম রাজনই৷ তাহলে নতুন নোটে প্যাটেলের স্বাক্ষরই কেন? কেন নেই রাজনের স্বাক্ষর? এই প্রশ্ন নিয়েই নতুন করে তৈরি হল ধোঁয়াশা৷

পেটিএম, ফ্রিচার্জ তো ব্যবহার করেন, এই ক্ষতিটা খেয়াল করেছেন?

সম্প্রতি এক সর্বভারতীয সংবাদমাধ্যম এ নিয়ে খোঁজখবর শুরু করে৷ তাদের প্রশ্নের ভিত্তিতে যে উত্তর উঠে আসছে তাতেই পুরো বিষয়টি নিয়ে ধন্দ জেগেছে৷ জানা যাচ্ছে, আরবিআই প্রেসগুলি প্রথম পর্যায়ের নোট ছাপার কাজ শুরু করেছিল গত বছরের ২২ আগস্ট থেকে৷ যেদিন উর্জিত প্যাটেলের নাম পরবর্তী গভর্নর হিসেবে ঘোষণা করা হয়, এটা ছিল ঠিক তার পরের দিন৷ কিন্তু সেদিন থেকেই প্যাটেল দায়িত্বভার গ্রহণ করেননি৷ তিনি কাজ শুরু করেছিলেন ওই বছরেরই ৪ সেপ্টেম্বর থেকে৷ এই হিসেবমতো নোটে রাজনেরই স্বাক্ষর থাকার কথা৷ গত ডিসেম্বরে আরবিআই জানিয়েছিল, ২০১৬-এর জুন মাসে নয়া নোট ছাপার অনুমতি মিলেছিল৷ ওই মাসেই প্রেসগুলিকে নতুন নোট ছাপার নির্দেশ দেওয়া হয় বলেও জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্কটি৷ সেই সময় গর্ভনর পদে ছিলেন রঘুরাম রাজনই৷ ফলে নতুন নোটে তাঁর স্বাক্ষর থাকাই বাঞ্ছনীয় ছিল৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমটি এ ব্যাপারে আরবিআই ও অর্থমন্ত্রকের কাছেও তাদের প্রশ্ন রাখে৷ একই প্রশ্ন রাখা হয় প্রাক্তন আরবিআই গর্ভনর রাজনের কাছেও৷ যদিও কোনও তরফেই এ ব্যাপারে কোনও সদুত্তর মেলেনি৷ কেন রাজন থাকতেই সমস্ত নতুন নোটে প্যাটেলের সই থাকল, তা নিয়ে নতুন করে ধন্দ দেখা দিয়েছে৷

Advertisement

ফলের রস কি শুধু ছেলেরা খাবে, ছোট্ট মেয়ের প্রশ্নে নাজেহাল সংস্থা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement