Advertisement
Advertisement

Breaking News

গাড়িতে উলটো জাতীয় পতাকা, বিতর্কে মুখ্যমন্ত্রী

নেট দুনিয়ায় ভাইরাল ছবি।

 Upside down national flag on Puducherry CM Narayanasamy's car
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2017 3:51 am
  • Updated:June 21, 2017 3:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কবিভিন্ন ই-কমার্স সাইটগুলিতে মাঝেমধ্যেই জাতীয় পতাকার ভুল ব্যবহার চোখে পড়ে। তা নিয়ে বিতর্কও কম হয় না। মাস খানেক আগেই আমাজন কানাডার পোর্টালে ভারতের পতাকা ছাপানো পাপোশ বিক্রির অভিযোগ ওঠে। যা নিয়ে সরব হয়েছিলেন খোদ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বিদেশমন্ত্রীর চরম হুশিয়ারির পর অবশ্য রাতারাতি ওয়েবসাইট থেকে পাপোশগুলি সরিয়ে নেওয়া হয়। আর এবার খোদ পুডুচেরির মুখ্যমন্ত্রীর গাড়িতেই দেখা গেল উলটো জাতীয় পতাকা। গাড়িটির ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

[জানেন, কীভাবে ২০ কেজি ওজন ঝরালেন অমিত শাহ?]

Advertisement

ভারতে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীর গাড়ির সামনে জাতীয় পতাকা দেখতে পাওয়া যায়। সম্প্রতি নেটদুনিয়ায় পুডুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীর গাড়ির একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর গাড়িতে রীতিমাফিক জাতীয় পতাকা লাগানো রয়েছে ঠিকই। তবে সেটি উলটো। পতাকার সবুজ রঙটি উপরে এবং গেরুয়া রঙটি রয়েছে নিচে!

[তিরুপতি মন্দিরের প্রসাদ ও মানত করা চুলের ওপর ধার্য হবে না জিএসটি]

প্রসঙ্গত, ২০০২ সাল জাতীয় পতাকা কীভাবে ব্যবহার করতে হবে, তা নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকা অনুযায়ী, কোনও অবস্থাতেই জাতীয় পতাকা উলটোভাবে উত্তোলন করা বা লাগানো যায় না। পাশাপাশি, জাতীয় পতাকার আয়তন ও রং নিয়েও নির্দিষ্ট কিছু নিয়মেরও উল্লেখ করা আছে ওই নির্দেশিকায়।

[আয়কর হানায় দিশেহারা লালুর পরিবার]

এর আগে জাতীয় পতাকার ভুল ব্যবহার নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল। তাও আবার বিদেশের মাটিতে! গত জানুয়ারি আবুধাবিতে সৌদি আবরের এক মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। পরে দুই মন্ত্রীর বৈঠকে ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছিল সৌদি সরকারের পক্ষ থেকেই। দেখা যায়, বৈঠকে রীতিমাফিক দুই দেশের পতাকাই রয়েছে। কিন্তু ভারতের পতাকাটি রয়েছে উলটানো অবস্থায়! তার আগে খোদ প্রধানমন্ত্রীর জাপান সফরের সময়েও একই বিপত্তি নজরে এসেছিল। জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল উলটোদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement