Advertisement
Advertisement

‘জাল’ প্রতিবন্ধী সার্টিফিকেট, ইউপিএসসি’র তৃতীয় স্থানাধিকারীকে নোটিস আদালতের

তিন সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ।

UPSC third rank holder gets HC notice for producing ‘fake’ handicapped certificate
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2017 4:43 am
  • Updated:June 28, 2017 4:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউপিএসসি’র মতো পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছেন। অথচ প্রতিবন্ধী হওয়ার জাল নথি পেশ করেছেন। এমনই অভিযোগ উঠল হায়দরাবাদের রোনাঙ্কি গোপালাকৃষ্ণার বিরুদ্ধে। হায়দরাবাদ হাই কোর্ট থেকে সফল প্রার্থীর বিরুদ্ধেই পাঠানো হল নোটিস।

[গণপিটুনিতে পুলিশের মৃত্যু, প্রতিবাদে পুরস্কার ফেরালেন সমাজকর্মী]

Advertisement

জনস্বার্থ এই মামলাটি দায়ের করেন আইনজীবী মুরলী কৃষ্ণা। তাঁর অভিযোগ, ইউপিএসসি পরীক্ষায় বসে ভালভাবেই সফল হয়েছেন রোনাঙ্কি। কিন্তু নিজের প্রতিবন্ধী হওয়ার ব্যাপারে মিথ্যে তথ্য দিয়েছেন তিনি। আর এর প্রমাণে অর্থোপেডিক্যালি-হ্যান্ডিক্যাপড হওয়ার যে নথিটি রোনাঙ্কি পেশ করেছেন, তাও জাল। মঙ্গলবার হায়দরাবাদ হাই কোর্টের বিচারপতি রমেশ রঙ্গনাথন ও বিচারপতি রজনীর এজলাসে ওঠে মামলাটি। সেখানেই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ রোনাঙ্কি গোপালাকৃষ্ণাকে এই অভিযোগের জবাব দেওয়ার নির্দেশ দেয়। আগামী তিন সপ্তাহের মধ্যে এই জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

[গর্ভবতী মহিলাকে আদরের পরশ খাঁচায় বন্দি বাঘের, ভাইরাল ভিডিও]

২০১৬ সালে ইউপিএসসি’র সিভিল সার্ভিস পরীক্ষায় তৃতীয় স্থান দখল করেন রোনাঙ্কি। বর্তমানে শিক্ষক হিসেবে কাজ করেন তিনি। নিজের উপরে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রোনাঙ্কি। জানিয়েছেন, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে সফল হওয়ার পর ইউপিএসসি অনুমোদিত চিকিৎসকরাই তাঁর শারীরিক পরীক্ষা করেছিলেন। ডান হাতটি প্রায় সম্পূর্ণ অকেজো তাঁর। সেই জন্যই ৫৯ শতাংশ প্রতিবন্ধকতার শংসাপত্র রয়েছে তাঁর কাছে। আর অন্ধ্রপ্রদেশ সরকারেরই দেওয়া সেই শংসাপত্রটি তিনি পেশ করেছিলেন পরীক্ষায়। এদিকে হাই কোর্টের পাশাপাশি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকেও নোটিস পাঠানো হয়েছে রোনাঙ্কির নামে। অবশ্য নিজের সত্যতা নিয়ে আত্মবিশ্বাসী হায়দরাবাদের যুবক।

[সেন্সরকে বুড়ো আঙুল দেখাল ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র এই ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement