Advertisement
Advertisement
UPSC civil services results

প্রকাশিত ইউপিএসসি সিভিল সার্ভিসের ফলাফল, সেরা পাঁচে ৩ মহিলা, বাংলা থেকে উত্তীর্ণ কারা?

মোট ১০০৯ জন সফল পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

UPSC civil services results: Shakti Dubey top Ranked
Published by: Subhajit Mandal
  • Posted:April 22, 2025 6:33 pm
  • Updated:April 22, 2025 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত ইউপিএসসি-র সিভিল সার্ভিসের ফলাফল। এবারের সিভিল সার্ভিস পরীক্ষায় মোট ১০০৯ জন সফল পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় প্রথম নাম উত্তরপ্রদেশের শক্তি দুবের। ক্রমতালিকায় প্রথম পাঁচ জনের মধ্যে ৩ জনই মহিলা।

শক্তি দুবের পর দ্বিতীয় স্থান অধিকার করেছেন হরিয়ানার হর্ষিতা গোয়েল। তৃতীয় হয়েছেন পুণের অর্চিত পরাগ। চতুর্থ ও পঞ্চম হয়েছেন গুজরাটের মার্গী চিরাগ শাহ এবং দিল্লির আকাশ গর্গ। প্রায় ৭ বছর ধরে ইউপিএসসির জন্য পড়াশোনা করছেন শক্তি দুবে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে স্নাতক হওয়ার পর থেকেই তাঁর প্রস্তুতি শুরু। হর্ষিতা গোয়েল বরোদায় থেকে পড়াশোনা করেছেন। তিনি চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। তৃতীয় অর্চিত পরাগ ইঞ্জিনিয়র। চতুর্থ স্থানাধিকারী চিরাগ শাহও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। পঞ্চম স্থানে থাকা আকাশ গর্গ কম্পিউটার সায়েন্সে স্নাতক।

Advertisement

মোট ১০০৯ জনের যে তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে অসংরক্ষিত অর্থাৎ জেনারেল ক্যাটিগরির পরীক্ষার্থী মাত্র ৩৩৫ জন। আর্থিকভাবে পিছিয়ে পড়া ১০৯ জন। ৩১৮ জন ওবিসি। ১৬০ জন তফসিলি জাতির। ৮৭ জন তফসিলি উপজাতির এবং ৪৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন। তাৎপর্যপূর্ণভাবে এবারে ইউপিএসসিতে শূন্যপদ পূরণ হচ্ছে না। শূন্যপদ ছিল ১১২৯ জন। পাশ করেছেন ১১০৯ জন। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই তালিকায় প্রথম বাঙালি নাম মেঘনা চক্রবর্তীর। তিনি ৭৯তম স্থান পেয়েছেন। সহর্ষ কুমার ১৫৩ তম স্থান পেয়েছেন। খড়দহের মেয়ে পারমিতা মালাকার ৪৭৭ তম স্থান পেয়েছেন।  রাজদীপ ঘোষ (৭৮৯) এবং প্রবীণ কুমারও বাংলা থেকে উত্তীর্ণ হয়েছেন। এঁদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement