Advertisement
Advertisement

Breaking News

ফেব্রুয়ারি-মার্চে পাঁচ রাজ্যে ভোট

দীর্ঘ ১৫ বছর পর গো বলয়ের বৃহত্তম রাজ্যে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে বিজেপি৷

Upcoming Elections in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2016 10:56 am
  • Updated:January 14, 2020 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে একই সঙ্গে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে৷ গো-বলয়ের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ-সহ গোয়া, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও মণিপুর, এই পাঁচ রাজ্যে ভোট নেওয়া হবে৷ মনে করা হচ্ছে, কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশের পরই ওই পাঁচ রাজ্যে ভোট নেওয়া হবে৷ কমিশন সূত্রে খবর, গোয়া, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও মণিপুরে একদিনে ভোট গ্রহণ করা হলেও উত্তরপ্রদেশে সাত দফায় ভোট নেওয়া হতে পারে৷

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে ৭০টিই গিয়েছে বিজেপির ঝুলিতে৷ লোকসভা ভোটের ফলাফলকে সামনে রেখে দীর্ঘ ১৫ বছর পর গো বলয়ের বৃহত্তম ওই রাজ্যে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে বিজেপি৷ তবে সপা ও বসপার কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করেই উত্তরপ্রদেশে ক্ষমতার তখতে পৌঁছতে হবে বিজেপিকে৷ পাঞ্জাবে একটানা ১০ বছর সরকার চালানোর পর এবার কংগ্রেস ও আম আদমি পার্টির কড়া চ্যালেঞ্জের সামনে পড়েছে বিজেপি ও শিরোমণি অকালি দলের জোট৷ অন্যদিকে আইনি লড়াইয়ে জিতে উত্তরাখণ্ডে কংগ্রেস ক্ষমতায় ফিরলেও এই রাজ্যে তাদের বিজেপির শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে৷ তবে গোয়ায় বিজেপি এবং মণিপুরে কংগ্রেস ফের ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী৷ বাজেটের পরই ভোট গ্রহণ করা হলে তাতে আপত্তির কিছু দেখছে না নির্বাচন কমিশন৷ কারণ গোটা দেশের জন্য বাজেট প্রস্তুত করা হয়৷ তবে যে পাঁচ রাজ্যে নির্বাচন হবে সেই রাজ্যগুলির জন্য বিশেষ কোনও জনমুখী প্রস্তাব রাখা হচ্ছে কি না সে বিষয়ে নজর রাখবে কমিশন৷ কমিশন চায় মার্চের মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে৷ মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী সরকার গঠনের কাজ সম্পূর্ণ করতে চায় কমিশন৷ পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখছে কমিশন৷ যদিও স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার বিষয়টি কেন্দ্র ও রাজ্যের দেখার কথা৷ প্রসঙ্গত, গোয়া, মণিপুর ও পাঞ্জাব বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০১৭-র ১৮ মার্চ৷ অন্যদিকে উত্তরাখণ্ড বিধানসভার মেয়াদ শেষ হবে ২০১৭-র ২৭ মার্চ৷ ২০১৭-র ২৭ মে উত্তরপ্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হবে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement