Advertisement
Advertisement

Breaking News

UP Wedding

এঁটো প্লেটের সামান্য ছোঁয়া, তাতেই বিয়ে বাড়িতে ওয়েটারকে পিটিয়ে খুন!

নৃশংস হত্যার ঘটনা যোগীরাজ্যে।

UP Wedding Dirty Plates Touched Guests Waiter Was Killed | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 7, 2023 2:41 pm
  • Updated:December 7, 2023 2:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের একটি বিয়ে বাড়িতে সামান্য কারণে ওয়েটার পিটিয়ে খুন করলেন একদল অতিথি। এঁটো খাবারের প্লেটের ছোঁয়া লেগেছিল এক অতিথির গায়ে। তাই নিয়েই শুরু হয় বচসা। এর পরেই কয়েক জন যুবক বছর ছাব্বিশের ওই ওয়েটারকে বেধড়ক মারধর করে। মারের চোটে ঘটনাস্থলেই যুবক লুটিয়ে পড়লে, ওই ঘটনা লোকাতে তাঁর দেহ পার্শ্ববর্তী জঙ্গলে ফেল দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত ১৭ নভেম্বরের। গাজিয়াবাদের পুষ্পা রোডে সিজিএস ভাটিকা গেস্ট হাউজে চলছিল বিয়ের অনুষ্ঠানটি। সেখানে ক্যাটারিং সার্ভিস কোম্পানির হয়ে ওয়েটারের কাজ করছিলেন বছর ছাব্বিশের পঙ্কজ। এঁটো প্লেট সরানোর সময় এক অতিথির গায়ে ছোঁয়া লেগে যায়। এর জেরে শুরু হয় বচসা। এর পর কয়েক জন যুবক মিলে বেধড়ক মারধর করে পঙ্কজকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। মৃত পঙ্কজকে বিয়ে বাড়ির কাছে জঙ্গলে ফেলে দেয় অভিযুক্তরা।

Advertisement

 

[আরও পড়ুন: ‘ঠুমকা’ বিতর্কে গিরিরাজকে বহিষ্কারের দাবি, মুখ্যমন্ত্রীকে অপমানের প্রতিবাদে সংসদে বিক্ষোভ তৃণমূলের]

পরদিন সকালে জঙ্গল থেকে পঙ্কজের দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে মৃত যুবকের মাথায় গভীর আঘাতের কথা জানা গিয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মনোজ গুপ্তা নামের একজন কন্ট্রাক্টরের অধীনে ওয়েটারের কাজ করছিলেন পঙ্কজ। পুলিশ এও জেনেছে যে, রাতে মনোজও মারধর করেছিল পঙ্কজকে। অভিযুক্ত মনোজ এবং অমিত কুমার বলে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

[আরও পড়ুন: ‘মোদিজি বলে মানুষের থেকে দূরে সরিয়ে দেবেন না, আমি শুধুই মোদি’, বলছেন প্রধানমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement