Advertisement
Advertisement
Waqf Board

উত্তরপ্রদেশে ১১৫ বছরের পুরনো কলেজের মালিকানা দাবি ওয়াকফ বোর্ডের! তুঙ্গে বিতর্ক

কেন্দ্র ওয়াকফ সংশোধনী বিল আনতেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে।

UP Waqf Board claims ownership of 115-year-old Varanasi college
Published by: Subhajit Mandal
  • Posted:November 29, 2024 11:15 am
  • Updated:November 29, 2024 11:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির উত্তাপের মধ্যেই উত্তরপ্রদেশে মাথাচাড়া দিয়ে উঠল পুরনো বিতর্ক। বারাণসীর ১১৫ বছরের একটি কলেজের মালিকানা দাবি উত্তরপ্রদেশের সুন্নী ওয়াকফ বোর্ডের। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

মূল ঘটনা ২০১৮ সালের। উত্তরপ্রদেশ সুন্নী ওয়াকফ বোর্ড একপ্রকার আচমকাই বারাণসীর উদয় প্রতাপ কলেজের জমির মালিকানা দাবি করে। ওয়াকফ বোর্ডের দাবি ছিল, যে ১০০ একর জমির উপর ওই কলেজের ক্যাম্পাস সেটা পুরোটাই ওয়াকফ সম্পত্তি। ওই কলেজের মাঝে একটি মসজিদ আছে। মূলত সেটিকেই প্রমাণ হিসাবে তুলে ধরে উত্তরপ্রদেশ সুন্নী ওয়াকফ বোর্ড। বোর্ডর দাবি, টঙ্কের নবাব ওই জমিটি ওয়াকফকে দান করেছিলেন।

Advertisement

যদিও ওয়াকফ বোর্ডের সেই দাবি নাকচ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তাঁদের দাবি, ১৯০৯ সালে ওই কলেজ প্রতিষ্ঠিত হয়। দাতব্য প্রতিষ্ঠান আইনের অধীনে ওই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। কোনওভাবেই কলেজের সঙ্গে ওয়াকফ বোর্ডের কোনও যোগ নেই। তা সত্ত্বেও ২০২২ সালে ওয়াকফ বোর্ড ওই কলেজের অন্দরের মসজিদটি সংস্কারের চেষ্টা করে। যদিও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সেটা করা সম্ভব হয়নি।

সম্প্রতি কেন্দ্র ওয়াকফ সংশোধনী বিল আনতেই পুরনো সেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে। কেন্দ্রের নতুন আইনে জমি সংক্রান্ত ওয়াকফ বোর্ডের একচ্ছত্র অধিকারে কোপ বসানো হয়েছে। কেন্দ্র বলছে, কোনও জমির মালিকানা দাবি করলেই আগের মতো সেই জমি দখল করতে পারবে না ওয়াকফ বোর্ড। জমির বর্তমান মালিক সেটার বিরুদ্ধে আইনি পদক্ষে করতে পারে। সেই নয়া বিল নিয়েই আপাতত বিতর্ক চলছে যৌথ সংসদীয় কমিটিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement