Advertisement
Advertisement

যোগীর রাজ্যে ফের গো-রক্ষার নামে দাদাগিরি, আবারও ভাইরাল ভিডিও

ফের প্রকাশ্যে নৃশংসতা।

UP: Video depicts cow vigilante attack
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 23, 2018 2:46 pm
  • Updated:June 23, 2018 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল: প্রধানমন্ত্রীর বার্তাই সার, গোরক্ষকের দাদাগিরি যে কমেনি, তা বারবার প্রমাণিত হয়েছে গো-বলয়ের রাজ্যগুলিতে। আরও একটি একই রকম ঘটনা ঘটল উত্তরপ্রদেশের হাপুর জেলায়। গো-রক্ষার নামে এক মুসলিম বৃদ্ধকে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। নেটদুনিয়ায় ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে এমনটাই।

[জম্মু ও কাশ্মীরে শান্তি ফেরাতে রাজভবনে সর্বদলীয় বৈঠক রাজ্যপালের]

মূল ঘটনাটি ঘটেছে গত ১৮ জুন। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে ৬৫ বছরের বৃদ্ধ সামিউদ্দিনকে মারধর করছে কয়েকজন দুষ্কৃতী, তাঁকে অকথ্য গালিগালাজও দেওয়া হচ্ছে। জোর করে তাঁকে দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে, যে সে গো-হত্যা করেছিল। ওই বৃদ্ধের শরীরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখা গিয়েছে ভিডিওটিতে ছিঁড়ে দেওয়া হয়েছে তাঁর জামাকাপড়। কখনও তাঁর দাড়ি ধরে টানা হচ্ছে। আপাতত ওই ব্যক্তি স্থানীয় একটি হাসপাতালে ভরতি।  ঘটনাটি ঘটেছে পশ্চিম উত্তরপ্রদেশের হাপুর জেলায়। রাজধানী দিল্লি থেকে এই এলাকাটি মাত্র ১১০ কিলোমিটার দূরে অবস্থিত।

Advertisement

[আল কায়েদা ও আইএসের দুই শাখা সংগঠনকে কালো তালিকাভুক্ত করল কেন্দ্র]

সেদিন ওই একই এলাকায়  ৪৫ বছরের এক যুবককে একই অভিযোগে বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনারও একটি ভিডিও প্রকাশ পেয়েছিল। যাতে দেখা যায়, বছর ৪৫-এর কাসিমকে গণপিটুনি দিচ্ছে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে উপস্থিত থেকেও নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। দু’দিন পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হাপুর পুলিশ জানিয়েছে এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর পরিষ্কার হয়ে গেল ওই দিন একসঙ্গে দু’জনকে মারধর করেছে গো-রক্ষকরা। দুটি ঘটনারই তদন্ত করছে পুলিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

#UP
Advertisement