Advertisement
Advertisement

Breaking News

প্রাতঃকৃত্য করতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

অভিযোগের আঙুল দুই যুবকের দিকে।

UP teen gangraped while nature calls
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 15, 2017 11:06 am
  • Updated:February 15, 2017 11:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কপ্রাতঃকৃত্য করতে গিয়ে গণধর্ষণের শিকার হল এক কিশোরী। অভিযোগের আঙুল দুই যুবকের দিকে। উত্তরপ্রদেশের যোগীপুরার ঘটনা। এসআই মুনেশ শর্মা জানান, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই আসিফ নামে এক যুবকের সন্ধানও পাওয়া গিয়েছে।

মদ্যপ স্বামীর ‘অত্যাচার’ সহ্য করতে না পেরে গায়ে আগুন ধরিয়ে দিল স্ত্রী

Advertisement

এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনার নজির রয়েছে। প্রাতঃকৃত্য করতে গিয়ে যৌন নিগ্রহের মুখে পড়তে হয়েছে মেয়েদের। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, পরিচিত কোনও মুখ জড়িয়ে রয়েছে এই ঘটনার সঙ্গে। মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা বারবার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। রাজস্থানের সেদপুরায় গত ডিসেম্বরে এমনই একটি ঘটনা ঘটে। মেয়েটি সন্তানসম্ভবা হয়ে পড়ার পরই পরিবার ঘটনাটি জানতে পারে। পুলিশের দ্বারস্থ হয় পরিবারটি। সেই ঘটনায় গত সোমবার দুজন গ্রেফতার হয়।

খুন করেছি আকাঙ্ক্ষাকে, আদালতে স্বীকারোক্তি উদয়নের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement