Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

বচসার জের, মলদ্বারে যন্ত্র দিয়ে হাওয়া ভরে দিল সহকর্মী, আশঙ্কাজনক যুবক

পলাতক অভিযুক্তের খোঁজে পুূলিশ।

UP Teen critical as UP man inserts pressure air pipe in his private part | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 28, 2023 4:10 pm
  • Updated:February 28, 2023 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চরম নৃশংসতার সাক্ষী হল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। বচসার জেরে সহকর্মীর মলদ্বারে যন্ত্র দিয়ে হাওয়া ভরে দিল যুবক। অসুস্থ যুবককে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক, জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ঘটনার পরেই পলাতক যুবক। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি রাকেশ মার্গের সিহানি গেট থানা এলাকার। অভিযুক্তের যুবকের নাম মোহিত, গুরুতর অসুস্থ ১৯ বছরের বিজয়। দু’জনেই স্থানীয় একটি পেট্রল পাম্পের কর্মী। শনিবার উভয়ের মধ্যে কোনও একটি বিষয়ে বচসা বাধে। অভিযোগ, এর পরেই বিজয়কে মাটিতে ফেলে মারধর করে মোহিত। তারপর হাওয়ার পাইপ বিজয়ের মলদ্বারে ঢুকিয়ে যন্ত্র চালু করে দেয়। এমনকী তাঁর উপরে চেপে বসে সে। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে বিজয়। অন্যদিকে পালিয়ে যায় মোহিত।

Advertisement

[আরও পড়ুন: ‘খ্রিস্টান হলেও হিন্দুধর্ম পছন্দ’, শহরের নামবদল মামলা খারিজ করে মত সুপ্রিম কোর্টের বিচারপতির]

গুরুতর অসুস্থ বিজয়কে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। অভিযুক্ত বিজয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অলোক দুবে জানান, অভিযুক্ত মোহিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।

[আরও পড়ুন: চটজলদি ২০ ধরনের স্বাস্থ্য পরীক্ষা, যোগীরাজ্যে এবার ‘হেল্থ এটিএম’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement