Advertisement
Advertisement

Breaking News

UP teacher

খৈনি নিয়ে ঝগড়া, যোগীরাজ্যে ‘মদ্যপ’ পুলিশের গুলিতে মৃত শিক্ষক

শিক্ষককে গুলি করে খুনের অভিযোগ মদ্যপ পুলিশের বিরুদ্ধে।

UP teacher shoot dead by Drunk police man
Published by: Amit Kumar Das
  • Posted:March 18, 2024 9:38 pm
  • Updated:March 18, 2024 9:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খৈনি নিয়ে ঝগড়া। যার জেরেই শিক্ষককে এলোপাথাড়ি গুলি করে মেরে ফেলার অভিযোগ উঠল মদ্যপ পুলিশের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফরনগরের। অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ মার্চ ইউপি বোর্ড পরীক্ষার শেষে পড়ুয়াদের উত্তরপত্র নিয়ে মুজফফরনগর যাচ্ছিল শিক্ষকদের একটি দল। সেই দলে শিক্ষকদের সঙ্গে ছিলেন পুলিশ কনস্টেবল নাগেন্দ্র চৌহান ও হেড কনস্টেবল চন্দ্র প্রকাশ। ছিলেন আরও ২ চতুর্থ শ্রেণির কর্মীও। রবিবার রাতে একই গাড়িতে যাচ্ছিলেন সবাই। নেশাগ্রস্ত চন্দ্র বার বার ওই শিক্ষকের কাছে খৈনি চাইছিলেন তিনি। তিনি না দিলে দু’জনের মধ্যে রীতিমতো ঝগড়া শুরু হয়। ক্রমেই তা গুরুতর আকার নেয়। অভিযোগ, সেই সময় হঠাৎ নিজের সার্ভিস রিভলভার থেকে ওই শিক্ষককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান।

Advertisement

[আরও পড়ুন: দিলীপকে ঠেকাতে মরিয়া সুকান্ত-শুভেন্দু, মেদিনীপুরে তারকা প্রার্থীতে আস্থা?]

গুরুতর আহত অবস্থায় ধর্মেন্দ্র কুমার নামে ওই শিক্ষককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত চন্দ্র প্রকাশকে গ্রেফতার করার পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত সহ ওই দলের বাকি সদস্যকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: বাবাকে কিডনি দান করেছিলেন, এবার রাজনীতির আঙিনায় লালুকন্যা রোহিনী!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement