সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খৈনি নিয়ে ঝগড়া। যার জেরেই শিক্ষককে এলোপাথাড়ি গুলি করে মেরে ফেলার অভিযোগ উঠল মদ্যপ পুলিশের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফরনগরের। অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ মার্চ ইউপি বোর্ড পরীক্ষার শেষে পড়ুয়াদের উত্তরপত্র নিয়ে মুজফফরনগর যাচ্ছিল শিক্ষকদের একটি দল। সেই দলে শিক্ষকদের সঙ্গে ছিলেন পুলিশ কনস্টেবল নাগেন্দ্র চৌহান ও হেড কনস্টেবল চন্দ্র প্রকাশ। ছিলেন আরও ২ চতুর্থ শ্রেণির কর্মীও। রবিবার রাতে একই গাড়িতে যাচ্ছিলেন সবাই। নেশাগ্রস্ত চন্দ্র বার বার ওই শিক্ষকের কাছে খৈনি চাইছিলেন তিনি। তিনি না দিলে দু’জনের মধ্যে রীতিমতো ঝগড়া শুরু হয়। ক্রমেই তা গুরুতর আকার নেয়। অভিযোগ, সেই সময় হঠাৎ নিজের সার্ভিস রিভলভার থেকে ওই শিক্ষককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান।
গুরুতর আহত অবস্থায় ধর্মেন্দ্র কুমার নামে ওই শিক্ষককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত চন্দ্র প্রকাশকে গ্রেফতার করার পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত সহ ওই দলের বাকি সদস্যকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.